।। প্রথম কলকাতা ।।
Ukraine: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। ভারতের প্রধানমন্ত্রীকে চিকিৎসা সরঞ্জাম সহ অতিরিক্ত মানবিক সহায়তার অনুরোধ করেছেন তিনি। সম্প্রতি চার দিনের সফরে ভারতে এসেছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা (Emine Dzhaparova)। ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে বৈঠকের সময়ে চিঠিটি হস্তান্তর করেন।
দুই দেশের নেতা পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেন। মীনাক্ষী লেখি বলেছেন যে ইউক্রেনকে “বর্ধিত মানবিক সহায়তার” আশ্বাস দেওয়া হয়েছে। জাপারোভা বৈঠকটিকে “ফলদায়ক” বলে বর্ণনা করেছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে (আইসিডব্লিউএ) ভাষণের আগে মঙ্গলবার মীনাক্ষী লেখির সঙ্গে দেখা করেন এমিন জাপারোভা। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনিই প্রথম উচ্চপদস্থ ইউক্রেনীয় কর্মকর্তা যিনি ভারত সফর করেন।
আইসিডব্লিউএ-তে ভাষণের পর এক প্রশ্নের জবাবে জাপারোভা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতে জি-২০ সম্মেলনে ভাষণ দিতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি-২০ বালি সম্মেলনে ভাষণ দিয়েছিলেন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের বিষয়ে কথা বলতে গিয়ে, উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন যে বিশ্বব্যাপী নেতা এবং G20-এর বর্তমান চেয়ারম্যান হিসাবে ভারত শান্তি আনতে আরও বড় ভূমিকা পালন করতে পারে এবং আশা করেন যে ভারতীয় কর্মকর্তারা শীঘ্রই কিয়েভ সফর করবেন।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বহুবার কথা বলেছেন। গত বছরের ৪ অক্টোবর রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে একটি ফোন কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে “কোন সামরিক সমাধান” হতে পারে না এবং ভারত যে কোনও শান্তি প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত।
Not a time for War- PM @narendramodi
Pleased to meet Ukrainian First Dy FM @EmineDzheppar. Exchanged views on bilateral & global issues of mutual interest. Cultural ties & women empowerment also figured in the discussion. Ukraine was assured of enhanced humanitarian assistance. pic.twitter.com/YmzQ6o7LbG
— Meenakashi Lekhi (@M_Lekhi) April 11, 2023
গতবছরের সেপ্টেম্বরের শুরুতে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। যুদ্ধ শুরু হওয়ার পর দুই নেতার মধ্যে প্রথম বৈঠকে নরেন্দ্র মোদী পুতিনকে বলেছিলেন যে “আজকের যুগ যুদ্ধের নয়”।
I was glad to pass @M_Lekhi a letter from #Ukraine's President @ZelenskyyUa to 🇮🇳 Prime Minister@narendramodi. As our countries 🇮🇳&🇺🇦 have mutual interests & visions, intensified dialogue on the highest level will be fruitful for our people and security in the world. pic.twitter.com/U6NQe7K5KI
— Emine Dzheppar (@EmineDzheppar) April 11, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম