।। প্রথম কলকাতা ।।
Vande Bharat: ভারত পেল আরেকটি নতুন বন্দে ভারত (Vande Bharat)। ১২ই এপ্রিল তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), অনুষ্ঠানটি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ট্রেনটি বুধবার সকালে ছাড়বে রাজস্থানের জয়পুর থেকে। ১৩ই এপ্রিল থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস জয়পুর এবং দিল্লির মধ্যে নিয়মিত পরিষেবা দেবে। এটি হবে দেশের ১৪তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
‘হিন্দুস্থান’ (হিন্দি) এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আজমির থেকে দিল্লি ক্যান্টের মধ্যে চলা বন্দে ভারত ট্রেনের উদ্বোধন হবে বুধবার। ট্রেন নম্বর ০৯৬১৭। বন্দে ভারত স্পেশাল বুধবার সকাল ১১টায় জয়পুর ছেড়ে বিকেল ৪টায় দিল্লি ক্যান্টে পৌঁছাবে। সাধারণ যাত্রীরা এই উদ্বোধনী ট্রেনে ভ্রমণ করবেন না। উত্তর রেলের মুখ্য মুখপাত্র দীপক কুমারের মতে, বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীদের জন্য এই ট্রেন চালানো হবে। সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন। বুধবার এটি চালু হবে না। বন্দে ভারত ট্রেনের নিয়মিত টাইম টেবিলও জারি করা হয়েছে। এই ট্রেনটি আজমির থেকে সকাল ৬টা ২০ মিনিটে ছাড়বে এবং ১১টা ৩৫মিনিটে দিল্লি ক্যান্টে পৌঁছাবে। ট্রেনটি দিল্লি ক্যান্ট থেকে ছাড়বে ৬টা ৪০ মিনিটে এবং আজমির পৌঁছাবে ১১টা ৫৫ মিনিটে। পথে ট্রেনটি জয়পুর, আলওয়ার, গুরগাঁও স্টেশনে থামবে।
পিএমওর তরফে জানানো হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ট্রেনটি উদ্বোধন করবেন। ট্রেনের নিয়মিত পরিষেবা ১৩ই এপ্রিল থেকে শুরু হবে। যা আজমির এবং দিল্লি ক্যান্টের মধ্যে চলবে। ট্রেনটি জয়পুর, আলওয়ার এবং গুরগাঁওয়েও থামবে। বন্দে ভারত এক্সপ্রেস আজমির থেকে দিল্লি ক্যান্টের দূরত্ব ৫ ঘন্টা ১৫ মিনিটে অতিক্রম করবে।
বর্তমানে এই রুটের দ্রুততম ট্রেন হল শতাব্দী এক্সপ্রেস যা দিল্লি ক্যান্ট থেকে আজমিরের মধ্যে ৬ ঘন্টা ১৫ মিনিটে ভ্রমণ করে। বন্দে ভারত এক্সপ্রেস সেই রুটে চলমান বর্তমান দ্রুততম ট্রেনের চেয়ে ৬০ মিনিট দ্রুত হবে। পিএমও জানিয়েছে, এই ট্রেনটি পুষ্কর, আজমির শরীফ দরগা সহ রাজস্থানের প্রধান পর্যটন স্থানগুলির সাথে সংযোগ উন্নত করবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম