।। প্রথম কলকাতা ।।
Weather Update: অসহ্য গরমের জালায় অস্থির বঙ্গবাসী। চাতক পাখির মতো এক ফোঁটা বৃষ্টি চাইছে। দুপুরের গনগনে রোদে বাড়ির বাইরে বেরোনোই দায়। যারা রোদে তেতে পুড়ে পরিশ্রমের কাজ করেন তারা বেশ নাজেহাল হয়ে পড়ছেন। এই তীব্র গরমে বিশেষজ্ঞ মহল সতর্কতা জারি করেছে, ২০২৩ এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গরম পড়তে চলেছে। এত খারাপের মাঝেও একটা বড়সড় স্বস্তির খবর রয়েছে। এ বছর স্বাভাবিক বৃষ্টিপাত হবে, এমনটাই জানিয়েছে মৌসম ভবন।
ভ্যাপসা গরমে গোটা বাংলা কাবু হলেও বৃষ্টিপাত থেকে বঞ্চিত হবে না। ২০২৩ এ স্বাভাবিক বর্ষার জল পাবে বঙ্গ। মঙ্গলবারে এমনটাই পূর্বভাস দিল আইএমডি অর্থাৎ মৌসম ভবন। আইএমডির তথ্য অনুযায়ী, ২০২০ সালে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ ৯৭১.৮ মিলিমিটার। ২০২০ সালে ভারত বৃষ্টি পেয়েছে ৯৬১.৪ মিলিমিটার। ২০২১ এ বৃষ্টিপাতের পরিমাণ ৮৭৪.৫ মিলিমিটার। ২০২২ এ ৯২৪.৮ মিলিমিটার। ২০২৩ এ স্বাভাবিক বৃষ্টিপাত হতে চলেছে ভারতে। সময় মতই বর্ষা প্রবেশ করবে। অপরদিকে বারংবার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি পেয়েই চলেছে। আপাতত আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা নেই।
মৌসুম ভবনের পূর্বাভাসে বেশ উপকৃত দেশের কৃষিজীবীরা। অনেকে আশঙ্কা প্রকাশ করছিলেন, তীব্র গরমের মাঝে হয়তো স্বাভাবিক বর্ষা দেশে নাও আসতে পারে। যার কারণে বড়সড় প্রভাব পড়বে কৃষি ক্ষেত্রে। ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা, তবে সেই ভয় দূর হল। অপরদিকে বেসরকারি সংস্থা স্কাইমেট ওয়েদার দাবি করেছে, চলতি বছরের স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে মৌসম ভবন। উপরন্তু আইএমডির ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানান, চলতি বছরে স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম