।। প্রথম কলকাতা ।।
Indian Army: নর্দান আর্মি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার জানিয়েছেন যে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত। তাঁর কথায়, ভারতীয় সেনাবাহিনী শুধুমাত্র ভারত সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে। যখনই এই ধরনের আদেশ দেওয়া হবে, ঝাঁপিয়ে পড়বে সেনা জওয়ানরা।
দিন কয়েক আগেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাক অধিকৃত কাশ্মীর দখলের কথা বলেছিলেন। এবার দ্বিবেদী দাবি করেছেন, সেনা তৈরি আছে। শুধু সরকারের নির্দেশের অপেক্ষা। ‘ইটিভি ভারত’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সেনা আধিকারিক জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে এই মুহূর্তে ৩০০-র উপরে জঙ্গি সক্রিয় রয়েছে। তাদের মধ্যে ৮২ জন পাক সন্ত্রাসী, ৫৩ জন স্থানীয়। বাকিদের পরিচয় এখনও সেইভাবে জানা যায়নি।
তাঁর কথায়, জঙ্গিরা ২০ বছরের কম যাঁদের বয়স, তাঁদের সংগঠনের জন্য নিয়োগ করছে। যার সংখ্যা প্রায় ২৫ শতাংশ। বাকি ৭৫ শতাংশ ২০-৩০ বছর বয়সী। এই মর্মে সকল অভিভাবকদের নিজেদের সন্তানের প্রতি নজর রাখার পরামর্শ দিয়েছেন দ্বিবেদী। পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘দেশে ২৫ বছরের কম বয়সী প্রায় ৫০ শতাংশের কাছাকাছি লোক রয়েছে। আমরা যদি তাঁদের অগ্নিবীর হিসেবে নিই, তাঁদের শেখাই, আমরা কিছু জনকে আধা সামরিক এবং পুলিশ বাহিনীতে কাজে লাগাতে পারব’।
সেনা কমান্ডার দ্বিবেদীর বক্তব্য, ‘সৈন্যরা যুদ্ধবিরতি বোঝাপড়া যাতে কখনোই ভঙ্গ না হয় তা, নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। কারণ এটি উভয় দেশের স্বার্থের জন্য জরুরী। কিন্তু যে কোনও সময় তা ভাঙলে আমরা তাঁদের উপযুক্ত জবাব দেব’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম