।। প্রথম কলকাতা ।।
Prosenjit Chatterjee-Jubilee: চোখে দামি চশমা ও পরনে স্যুট…প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিন্দি ওয়েব সিরিজের লুক দেখে বোল্ড আউট নেটিজেনরা। প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এই সিরিজে তুলে ধরা হয়েছে সিনেমা জগতের স্বর্ণযুগের। প্রসেনজিৎ ছাড়াও ‘জুবিলি’ (Jubilee) সিরিজে অভিনয় করেছেন অদিতি রাও হায়দরি, অপারশক্তি খুরানা, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা ও ওয়ামিকা গাব্বি। গত শুক্রবার মুক্তি পেয়েছে এই সিরিজের ৫ টি এপিসোড। পরের সপ্তাহে মুক্তি পাবে আরও ৫ এপিসোড। প্রথম হিন্দি সিরিজেই তাক লাগালেন টলিউডের বুম্বা দা। বড়পর্দা হোক কিংবা ওটিটির পর্দা প্রসেনজিৎ বুঝিয়ে দিলেন, অভিনয়ই শেষ কথা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন,’ফার্স্টলুক যখন বেরিয়েছিল, তখন থেকেই এই সিরিজটা নিয়ে প্রত্যেকের মনে একটা কৌতূহল তৈরি হয়েছিল।’ এখন দেখার আগামীদিনে এই ওয়েবসিরিজি কতটা সাফল্য পায়। বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত ‘জুবিলি’ সিরিজ দিয়ে প্রথমবার ওটিটিতে প্রসেনজিৎ। এর আগে ২০১২ সালে ‘সাংহাই’ নামের হিন্দি সিনেমায় এই অভিনেতাকে শেষবার পেয়েছিল দর্শক।
ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে এই ওয়েব সিরিজ। সেখানে শ্রীকান্ত রায়ের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়। ‘জুবিলি’র গল্পে উঠে এসেছে ‘রয় টকিজ’-এর প্রতিষ্ঠাতা শ্রীকান্ত রায় ও তাঁর স্ত্রী সুমিত্রা কুমারীর গল্প, সেই সঙ্গে অতি সাধারণ বিনোদ দাসের তারকা ‘মদন কুমার’ হয়ে ওঠার গল্প। প্রসঙ্গত, ৪-এর দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবি । তখনও ভাগ হয়নি দেশ। সবকিছুই সেসময়কার আদলে। সেসময়ের চরিত্র, তাঁদের পোশাক, সাজগোজ, রাস্তাঘাট, ট্রেনের কামরা, সে সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে পুরো সেটটাই। ইতিমধ্যেই এই ওয়েব সিরিজটির জন্য বুম্বাদাকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম