।। প্রথম কলকাতা ।।
IPL 2023: ১০ এপ্রিল, সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ব্যাটিংয়ে ঝড় তুললেন লখনউ সুপার জায়ান্টস ব্যাটার নিকোলাস পুরান (Nicholas Pooran)। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির দেওয়া ২১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পুরান দুর্দান্ত ইনিংস খেলে লড়াইয়ে রাখেন লখনউকে।
এদিন নিকোলাস পুরান মাত্র ১৫ বলে নিজের অর্ধশতক পূর্ন করেন। এবং চলতি মরসুমে দ্রুততম খেলোয়াড় হিসেবে অর্ধশতরান করলেন তিনি। যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। দ্রুততম অর্ধশতরানের তালিকায় পুরন এখন সুনীল নারিন এবং ইউসুফ পাঠানের সঙ্গে একই আসনে রয়েছেন। তালিকায় শীর্ষে রয়েছেন এলএসজি অধিনায়ক কেএল রাহুল এবং প্যাট কামিন্স। যারা ১৪ বলে অর্ধশতরান করেছিলেন।
নিকোলাস পুরান ম্যাচের ১৭তম ওভারে মহম্মদ সিরাজের বোল্ড বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে ১৯ বলে ৬২ রান করে আউট হন। পুরান ছাড়াও এদিন জ্বলে ওঠেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। যিনি ৩০ বলে ৬৫ রান করেন। দুজনের দুধর্ষ ব্যাটিংয়ে ১ উইকেটে জয় ছিনিয়ে নেয় লখনউ সুপার জায়ান্টস।