।। প্রথম কলকাতা ।।
NASA: এলন মাস্কের স্পেসএক্স (SpaceX)-এর সহযোগিতায় একটি দূষণ পর্যবেক্ষণ যন্ত্র লঞ্চ করল ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)। যা বিজ্ঞানীদের মহাকাশ থেকে বায়ুর গুণমান এবং দূষণের মাত্রা পরীক্ষা ও বিশ্লেষণ করতে সাহায্য করবে৷ শুক্রবার (৭ এপ্রিল) ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে একটি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে ট্রপোস্ফিয়ারিক এমিশন মনিটরিং অব পলিউশন (TEMPO) লঞ্চ করা হয়।
Liftoff! Our #TEMPO mission and its host satellite are on the way to space. The size of a dishwasher, TEMPO is powerful enough to observe air pollutants across North America down to a resolution of 4 square miles (10 square km). pic.twitter.com/kmGHrPfzTN
— NASA (@NASA) April 7, 2023
নাসা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরক্ষরেখার উপরে একটি নির্দিষ্ট জিওস্টেশনারি কক্ষপথ থেকে, টেম্পো হবে প্রথম স্থান-ভিত্তিক যন্ত্র যা উত্তর আমেরিকায় দিনের বেলায় এবং পাশাপাশি বেশ কয়েকটি বর্গমাইলের স্থানীয় অঞ্চলে প্রতি ঘণ্টায় বায়ুর গুণমান পরিমাপ করবে। মে মাসের শেষদিকে বা জুন মাসের শুরুর দিকে টেম্পো তার কাজ শুরু করবে।
নাসার প্রশাসক বিল নেলসন জানিয়েছেন, “টেম্পো মিশন শুধু দূষণ অধ্যয়ন করার চেয়ে আরও বেশি কিছু। এটি সবার জন্য পৃথিবীতে জীবন উন্নত করার বিষয়ে সহায়তা করবে। বনের আগুন এবং আগ্নেয়গিরি থেকে দূষণের মাত্রা সবকিছুর প্রভাব পর্যবেক্ষণ করবে। নাসা উত্তর আমেরিকা জুড়ে বায়ুর গুণমান উন্নত করতে এবং আমাদের গ্রহকে রক্ষা করতে সহায়তা করবে।”
ভিড়ের সময়ে রিয়েল-টাইম দূষণ বিশ্লেষণ করার পাশাপাশি, টেম্পোর ডেটা বায়ু মানের সতর্কতা উন্নত করতে, ওজোনে বজ্রপাতের প্রভাব অধ্যয়ন করতে এবং বনের আগুন, আগ্নেয়গিরি ও সার প্রয়োগের প্রভাবের ক্ষেত্রে দূষণের মাত্রা ট্র্যাক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, কিউবা, বাহামা এবং হিস্পানিওলা দ্বীপের অংশে বায়ু দূষণ পর্যবেক্ষণ করবে। নাসা জানিয়েছে যে টেম্পো নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ওজোন এবং ফর্মালডিহাইড সহ বায়ু দূষণের বৈজ্ঞানিক তথ্য রেকর্ডগুলি নাটকীয়ভাবে উন্নত করবে। বিদ্যমান দূষণ-পর্যবেক্ষণকারী স্যাটেলাইটগুলো নিম্ন কক্ষপথে অবস্থিত। যেগুলো একটি নির্দিষ্ট সময়ে দিনে একবার পর্যবেক্ষণ তথ্য দিতে পারে।
টেম্পো প্রোগ্রাম বিজ্ঞানী এবং নাসার ট্রপোস্ফিয়ারিক কম্পোজিশন প্রোগ্রাম ম্যানেজার ব্যারি লেফার বলেন, “এটি সমগ্র মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকাতে বায়ু দূষণ পর্যবেক্ষণ করার আমাদের ক্ষমতায় একটি নতুন যুগের সূচনা করে।” তিনি আরও বলেন, “এটি আমাদের জন্য আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বিশ্বব্যাপী বায়ুর গুণমান এবং এর পরিবহনকে আরও ভালভাবে বোঝার দরজা খুলে দিচ্ছে।”