।। প্রথম কলকাতা ।।
IPL 2023: সারা দেশে করোনার দৈনিক সংক্রমণ উর্ধমুখী। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এহেন পরিস্থিতিতে একটি কোভিড -১৯ পরামর্শ জারি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বিসিসিআই দলের মালিক, খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের কোভিড -১৯ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে। একটি সূত্রের মতে, বিসিসিআই আইপিএলে কোভিড কমাতে সবাইকে আরও সতর্ক থাকতে বলেছে।
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে সুত্রটি জানিয়েছে, বিসিসিআই আইপিএলে কোভিড কমাতে সবাইকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা জানি কেস বাড়ছে কিন্তু চিন্তার কিছু নেই আমরা খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের কোভিড নির্দেশিকা অনুসরণ করার নির্দেশ দিয়েছি। খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা হবে তা সরকারের নির্দেশিকা অনুসরণ করা হবে। আমাদের দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোভিডের বিষয়ে চিন্তার কিছু নেই আমরা ট্র্যাক রাখছি।”
ভারতে গত ২৪ ঘন্টায় ৪,৪৩৪ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়। গত তিন বছর করোনা মহামারীর কবলে পড়ে জুবুথুবু হয়েছিল দেশ। থাবা পড়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। তিন বছর হোম ও অ্যাওয়ে ফরম্যাটে ফিরেছে টুর্নামেন্ট। তার মধ্যেই করোনার হুমকি। তাই আগেই বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলেছে বিসিসিআই।
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে মুখোমুখি হতে চলেছে৷ অনভিজ্ঞ নীতীশ রানার নেতৃত্বে আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে জয় পেতে মরিয়া কেকেআর। শোনা যাচ্ছে আজকের মেগা ম্যাচকে আরও দর্শনীয় করতে ড্রোন শো-র আয়োজন করতে চলেছে সিএবি। পাশাপাশি দলের ম্যাচ দেখতে ইডেনের গ্যালারিতে উপস্থিত থাকতে পারেন বলিউড তারকা শাহরুখ খান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম