।। প্রথম কলকাতা ।।
IPL 2023: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2023) আত্মপ্রকাশ করতে চলেছে গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়াম (Barsapara Stadium)। বুধবার, ৫ এপ্রিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (RR) এবং শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংসের (PBKS) ম্যাচ দিয়ে আত্মপ্রকাশ করবে আসামের এই স্টেডিয়াম। স্টেডিয়ামের পুরো নাম ডঃ ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম। ২০১২ সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়। স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ৪০ হাজার।
এই মাঠে খেলা হয়েছে মোট ৩টি টোয়েন্টি ম্যাচ। ভেন্যুতে গড় স্কোর প্রায় ১৮৫, যার মানে হল এই স্টেডিয়ামের পিচ উচ্চ-স্কোরিং। ২০১৭ সালে এই স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচটি লো স্কোরিং ম্যাচ ছিল। অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়লাভ করে। ২০২২ সালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা গুয়াহাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। যে ম্যাচে ৪০ ওভারে ৪৫৮ রান উঠেছিল। ভারত ম্যাচটি ১৬ রানে জয় পায়।
মোহালির পিসিএ স্টেডিয়ামে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্সকে ৭ রানে (ডিএলএস মেথড) পরাজিত করে আত্মবিশ্বাসী শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস। দলে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা বোলার কাগিসো রাবাড়া। রাবাড়ার প্রত্যাবর্তন পাঞ্জাব কিংসকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে একটি নজির স্থাপন করতে চলেছেন রাবাড়া। ম্যাচে একটি নিলেই আইপিএলে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার নজির গড়বেন দক্ষিণ আফ্রিকার পেসার। রাবাদা সম্প্রতি স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডসের বিপক্ষে ওডিআই সিরিজে খেলেছিলেন এবং বেশ ভালো ফর্মে ছিলেন।
অন্যদিকে, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তারা সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৭২ রানে পরাজিত করে রাজস্থান রয়্যালস। হাফ সেঞ্চুরি করেন জস বাটলার, যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক সঞ্জু স্যামসন। ২০২২ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল তখন রয়্যালস কিংসকে ছয় উইকেটে পরাজিত করেছিল। যশস্বী জয়সওয়াল ৪১ বলে নয়টি চার এবং দুটি ছক্কায় ৬৮ রান করে ম্যাচের সেরা হন। দুই বল বাকি থাকতেই ১৯০ রানের কঠিন লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে চাহাল নিয়েছিলেন তিনটি উইকেট। হেড টু হেড রেকর্ডে এগিয়ে রাজস্থান রয়্যালস। দুই দল এর আগে মুখোমুখি হয়েছে মোট ২৪ বার। তার মধ্যে রয়্যালস জয় পেয়েছে ১৪ বার। পাঞ্জাব জয় পেয়েছে ১০বার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম