।। প্রথম কলকাতা ।।
স্মার্টফোন ব্যবহারকারীদের পর এবার ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য একাধিক কার্যকরী ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ইনস্ট্যান্ট মেসেজিংয়ের ক্ষেত্রে বর্তমানে সকলেই হোয়াটসঅ্যাপের উপর প্রচন্ড নির্ভরশীল। ব্যবহারকারীদের আরও মনোমুগ্ধ করে রাখতে মাঝে মধ্যেই বেশ কিছু নয়া বৈশিষ্ট্য দেখা যায় হোয়াটসঅ্যাপ ওয়েবে (WhatsApp Web)। সংস্থার মতে, কম্পিউটার ও ল্যাপটপ থেকে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের কাজে অত্যন্ত সহায়ক হতে পারে বৈশিষ্ট্যগুলি।
WhatsApp Screen Lock
এবার থেকে ডেস্কটপ ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে স্ক্রিন লক পরিষেবা ব্যবহার করতে পারবে। এতদিন হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখার জন্য কোনওরূপ বায়োমেট্রিক নিরাপত্তার ব্যবস্থা ছিল না। তবে ধীরে ধীরে এই পরিষেবাও নিয়ে আসা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে, আপাতত পাসওয়ার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন ব্যবহারকারীরা। উইন্ডোজ এবং ম্যাক দুই ক্ষেত্রেই ফিচারটি উপলব্ধ। সূত্র মারফত খবর, ভবিষ্যতে ম্যাক ব্যবহারকারীদের জন্য বায়োমেট্রিক সুবিধাও চালু করতে পারে হোয়াটসঅ্যাপ।
WhatsApp Poll
এবার স্মার্টফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ডেস্কটপেও নেওয়া যাবে ভোট। বর্তমানে ডেস্কটপ ব্যবহারকারীরা এই ভোটে কেবল অংশগ্রহণ করতে পারেন। কিন্তু ভোট তৈরি করার কোনও অপশন নেই। যদিও মেটা মালিকাধীন এই সংস্থা জানিয়েছে, আগামীদিনে ডেস্কটপ ব্যবহারকারীরা ভোট বা পোলও তৈরি করতে পারবে।
WhatsApp Call Tab
একটি নতুন সাইডবার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই সাইডবারে থাকবে একটি নির্দিষ্ট কল ট্যাব যা সাধারণত মোবাইলে পাওয়া যায়। এই টাবে আপনি যাবতীয় কল হিস্ট্রি যাচাই করতে পারবেন। পাশাপাশি নতুন কলও করা যাবে। বর্তমানে এটি বিটা ভার্সনে উপলব্ধ। ডেস্কটপে যদি এই ফিচার আসে তাহলে দারুণ কার্যকরী হবে ব্যবহারকারীদের জন্য।