।। প্রথম কলকাতা ।।
Madrid Spain Masters: মাদ্রিদ স্পেন মাস্টার্স ২০২৩-এর ফাইনালে একটি হতাশাজনক পরাজয়ের মুখোমুখি হলেন দুইবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু (PV Sindhu)। রবিবার ইন্দোনেশিয়ার নিম্ন-র্যাঙ্কের গ্রেগোরিয়া মারিস্কা তুনজুংয়ের (Gregoria Mariska Tunjung) কাছে স্ট্রেট সেটে পরাজিত হন ভারতীয় শাটলার। সিন্ধু সুপার ৩০০ টুর্নামেন্টে মহিলাদের একক ফাইনালে একতরফা খেলায় ৮-২১, ৮-২১ গেমে হেরে রানার্সআপ হন।
Brilliant week for @Pvsindhu1 in Madrid 🔥🔝
In sports, you either win or learn. Onwards and upwards champ, proud of you 🙌
📸: @badmintonphoto@himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #SpainMasters2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/l0jWsIGA0m
— BAI Media (@BAI_Media) April 2, 2023
পিভি সিন্ধু কোনোভাবেই ম্যাচে নিয়ন্ত্রণে ছিল না। অন্যদিকে গ্রেগরিয়া মারিস্কা BWF সফরে তার প্রথম শিরোপা জয়ের পথে আক্রমণাত্মক খেলেন। শনিবার সেমিফাইনালে রিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী ক্যারোলিনা মারিনকে পরাজিত করেন ২৩ বছর বয়সী এই তরুণী। গ্রেগরিয়া দুর্দান্তভাবে স্থানীয় ফেভারিটকে পরাজিত করেন ১০-২১, ২১-১৫, ২২-১০ গেমে।
গ্রেগোরিয়া মারিস্কা একজন প্রাক্তন বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন। নতুন মরসুমে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন তিনি। গত মাসে সুইস ওপেনে সেমিফাইনালে এবং ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। অন্যদিকে পিভি সিন্ধু গত মাসে ২০১৬ সাল থেকে প্রথমবারের মতো শীর্ষ ১০ থেকে ছিটকে গেছেন এবং ভারতীয় শাটলার মে মাসে অলিম্পিক যোগ্যতা অর্জন পর্ব শুরু হওয়ার আগে ফর্ম খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।