।। প্রথম কলকাতা ।।
IPL 2023: তৃতীয় জিম্বাবুয়ের ক্রিকেটার (Zimbabwean Cricketer) হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে নামলেন সিকান্দার রাজা (Sikandar Raza)। শনিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিরুদ্ধে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগে অভিষেক হয় জিম্বাবুয়ের এই ক্রিকেটারের। তবে অভিষেকটা রাঙাতে পারলেন না সিকান্দার রাজা। মাত্র ১৬ রানে সুনীল নারিনের বলে আউট হয়ে ডাগআউটে ফিরে যান।
রাজা বিশ্বের বৃহত্তম ক্রিকেট লিগে তাতেন্ডা তাইবু এবং রে প্রাইসের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছেন। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা প্রথম জিম্বাবুয়ের ক্রিকেটার হলেন তাতেন্ডা তাইবু। তাইবুর পর, প্রাইস ২০১১ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পান। জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরকেও আইপিএলে খেলার জন্য বাছাই করা হয়েছিল কিন্তু তিনি ২০১৪ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সুযোগ পাননি।
সিকান্দার রাজাকে মিনি-নিলামের সময় পাঞ্জাব কিংস তার বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় দলে নেয়। পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর, রাজা বলেছিলেন যে তিনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে আইপিএলে খেলতে চান। রাজা নিলামের সময় যে আবেগের মধ্য দিয়ে গিয়েছিলেন তাও বর্ণনা করেছেন এবং বলেছেন, “আমি প্রশিক্ষণে ছিলাম। আমি শান্ত ছিলাম। মাঝে মাঝে আমি নার্ভাস ছিলাম।”
𝘔𝘶𝘲𝘢𝘥𝘥𝘢𝘳 𝘬𝘢 𝘚𝘪𝘬𝘢𝘯𝘥𝘢𝘳! 👑
Sadda 🦁 @SRazaB24 is making his #TATAIPL debut today! 🤩#PBKSvKKR #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/b5WRJOI0Ro
— Punjab Kings (@PunjabKingsIPL) April 1, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম