।। প্রথম কলকাতা ।।
Antony Blinken: রাশিয়ায় থাকতে পারবেন না মার্কিন নাগরিক। তাদেরকে অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)। রাশিয়াতে আটক করা হয়েছে এক মার্কিন সাংবাদিককে। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে। ৩০শে মার্চ বৃহস্পতিবার অ্যান্টনি ব্লিঙ্কেন মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এহেন আহ্বানে তাহলে কি বিপদে রয়েছেন মার্কিন নাগরিকরা? এই নিয়ে উঠছে নানান প্রশ্ন। একটু টুইট বার্তার মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়াতে এক মার্কিন সাংবাদিককে আটক করা হয়েছে। সেই ঘোষণা করেছে রাশিয়া, যাতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বোচ্চ অগ্রাধিকার হল, বিদেশের মার্কিন নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করা। তিনি বার্তা দিয়েছেন, যদি কোন মার্কিন নাগরিক রাশিয়ায় বসবাস করেন কিংবা ভ্রমণরত অবস্থায় থাকেন তাহলে যেন অবিলম্বে সেই দেশ ত্যাগ করে। পরিস্থিতি সামাল দিতে তিনি ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁর কথা অনুযায়ী, যখনই মার্কিন নাগরিকদের বিদেশে আটক করা হয় তখন দ্রুত কনস্যুলারের সঙ্গে যোগাযোগ করেন।
শোনা যাচ্ছে, রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি ইভান গার্শকোভিচ নামক এক মার্কিন সাংবাদিককে আটক করেছে, যিনি সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে সঙ্গে যুক্ত। রাশিয়ার অভিযোগ অনুযায়ী, ওই সাংবাদিক গুপ্তচরবৃত্তি করার জন্য মার্কিন মুলক থেকে রাশিয়া গিয়েছেন। তিনি নাকি গোপন তথ্য সংগ্রহ করার কাজ করছিলেন। জানা গিয়েছে, ওই সাংবাদিক যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোর সংবাদদাতা হিসেবে কাজ করেন। সন্দেহ অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের সরকারের জন্য গুপ্তচরবৃত্তি করেছিলেন। তাই তাকে আটক করা হয়েছে। এমনি থেকে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো নয়। প্রায় সময় একে অপরকে কেন্দ্র করে কাদা ছোঁডাছুঁড়ি চলে। এমত পরিস্থিতিতে মার্কিন সাংবাদিকের আটককে একেবারেই ভালো চোখে দেখছে না বিশেষজ্ঞ মহল। গোটা বিশ্বজুড়ে সন্তর্পণে চলছে যুদ্ধের দামামা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বেশিভাগ পশ্চিমা দেশ রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা চাপিয়েছে। অপরদিকে ইউক্রেনকে সাহায্য করছে প্রচুর অস্ত্র দিয়ে। সেই তালিকায় প্রথম সারিতে রয়েছে যুক্তরাষ্ট্র।
স্নায়ু যুদ্ধের পর এই প্রথমবার গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের মার্কিন সাংবাদিকে আটক করেছে রাশিয়া। যার কারণে গোটা পশ্চিমা বিশ্বজুড়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। এই ঘটনায় কঠোর ভাষায় মস্কোর সমালোচনা করেছে হোয়াইট হাউস। রাশিয়ার দাবি অনুযায়ী, রাশিয়ার গোপন নথি সংগ্রহের সময় ওই সাংবাদিককে আটক করা হয়েছে। যদিও বিষয়টি স্বীকার করেনি মার্কিন সংবাদমাধ্যমটি। এই বিষয়ে এখনও পর্যন্ত কোন প্রমাণ দিতে পারিনি এফএসবি। যদি ওই সাংবাদিক গুপ্তচর বৃদ্ধির দায়ে একবার দোষী সাব্যস্ত হন তাহলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম