।। প্রথম কলকাতা ।।
ISRO: ইতিহাস সৃষ্টি করে ইসরোর সফল উৎক্ষেপণ। ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল সর্ববৃহৎ রকেট LVM3। রবিবার সকাল ৯টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ৫৮০৫ কেজি ওজনের ৩৬টি জেন ওয়ান স্যাটেলাইট নিয়ে ৪৩.৫ মিটার লম্বা ৬৪৩ টন ওজনের রকেটটি উৎক্ষেপণ করা হয়। OneWeb-এর ৩৬টি উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণের ফলে উপগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১৬। ১৫০ কেজির স্যাটেলাইটগুলি ১২টি বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিটি বিমানের সঙ্গে অন্যটির পার্থক্য ৪ কিমি।
Proud to be associated with the Department of Space #ISRO at a time when India under PM Sh @NarendraModi has emerged as the frontline Space Tech nation of the world. Team ISRO adds yet another feather to its much decorated hat.Successful launch of LVM3-M3/OneWeb India-2 mission. pic.twitter.com/VqYSn5VMBO
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) March 26, 2023
ব্রিটিশ যুক্তরাজ্য এবং ভারতের যৌথ পরিকল্পনায় এই নিয়ে দ্বিতীয়বার ভারত থেকে লঞ্চ হচ্ছে ওয়ান ওয়েবের (OneWeb) স্যাটেলাইট। ওয়ানওয়েব ইংল্যান্ডের একটি সংস্থা। যারা ব্রান্ডব্যান্ড পরিষেবা সরবরাহ করা থাকে। ভারতের ভারতী এন্টারপ্রাইজ অর্থাৎ এয়ারটেল কোম্পানি ওয়ানওয়েব সংস্থার প্রধান বিনিয়োগকারী এবং শেয়ারহোল্ডার হিসেবে কাজ করে। ইসরোর নিউ স্পেস ইন্ডিয়ার সঙ্গে ৭২টি স্যাটেলাইট উৎক্ষেপণ করার বরাত পায় ওয়েন ওয়েব। গত বছর ২৩ অক্টোবর ৩৬টি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করা হয়।
এদিন দ্বিতীয় দফায় আরও ৩৬টি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইটগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের কক্ষপথ বা ‘লো আর্থ অরবিট’-এ প্রতিস্থাপিত করা হবে। এই স্যাটেলাইট গুলি বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা প্রদান করবে। এর আগেও নিজেদের সাফল্য দেখিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। সবকিছু ঠিক থাকলে আগামী বছর জুনে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান ৩।