।। প্রথম কলকাতা ।।
Covid-19: দেশ জুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের সংখ্যা ১,৮৯০ জন। যা গত পাঁচ মাসে সর্বোচ্চ। গত বছরের ২৮ অক্টোবর দেশে একদিনে ২,২০৮টি করোনা সংক্রমণ ধরা পড়েছিল। রবিবার আপডেট হওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৯,৪৩৩ জন। গত ২৪ ঘন্টায় করোনার বলি সাতজন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০,৮৩১ জন। সাতজনের মধ্যে মহারাষ্ট্র এবং গুজরাটে দুটি করে মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং তিনটি কেরালায়। এখনও পর্যন্ত মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৪১ লক্ষ ৬৩ হাজার ৮৮৩ জন অর্থাৎ ৯৮.৭৯ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের পাশাপাশি কিছুটা বেড়েছে পজিটিভিটি রেটও। রেট বৃদ্ধি পেয়ে হল ১.৫৬ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী টিকাদান অভিযানের অধীনে এখনও পর্যন্ত দেশে ২২০.৬৫ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ১,২১,১৪৭ টি করোনা পরীক্ষা করা হয়েছে।
কোভিড এবং মরসুমী ইনফ্লুয়েঞ্জার ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে, কেন্দ্রীয় সরকার হাসপাতাল প্রস্তুতির স্টক নিতে ১০ এবং ১১ এপ্রিল দেশব্যাপী একটি মক ড্রিলের পরিকল্পনা করছে। মক-ড্রিলের বিশদ বিবরণ ২৭ শে মার্চ নির্ধারিত একটি ভার্চুয়াল বৈঠকে রাজ্যগুলিকে জানানো হবে। গতকাল একটি নির্দেশিকায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলিকে ওষুধ, এলসিইউ শয্যা সহ শয্যা সহ হাসপাতালের এলসিইউ শয্যা-সহ হাসপাতালের প্রস্তুতি ও পরিকাঠামো খতিয়ে দেখতে বলেছে।