।। প্রথম কলকাতা ।।
Accenture: গুগল, মেটা, আমাজান, টুইটার, মাইক্রোসফটের পর কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যাকসেঞ্চার পিএলসি (Accenture PLC)। আইটি সংস্থাটি ঘোষণা করেছে যা ১৯,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। সাম্প্রতিকতম লক্ষণীয় বিষয় যে বিশ্বব্যাপী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে যাওয়ায় আইটি পরিষেবাগুলিতে কর্পোরেট ব্যয় হ্রাস করছে। মার্কিন শীর্ষ ব্যাঙ্কের পক্ষ থেকে সুদের হার বাড়ানোর ঘোষণার পরই ১৯ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল অ্যাকসেঞ্চার। প্রসঙ্গত, গতকালই মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর ঘোষণা করে।
কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পাশাপাশি আইটি সংস্থাটি বৃহস্পতিবার বার্ষিক রাজস্ব বৃদ্ধি এবং মুনাফার পূর্বাভাসও কম রেখেছে। আইটি সংস্থাটি আশা করছে বার্ষিক রাজস্ব বৃদ্ধি ৮ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে থাকবে। যা আগে ছিল ৮ থেকে ১১ শতাংশ। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি চলতি ত্রৈমাসিকে আয় কমতে চলেছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। চলতি ত্রৈমাসিকে ১৬.১ বিলিয়ন ডলার থেকে ১৬.৭ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে আইটি সংস্থাটি।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই ই-কমার্স সংস্থা অ্যামাজন দ্বিতীয় দফায় ৯,০০০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে। শুধু তাই নয় জানা যায় কর্মীদের বেতন প্রায় ৫০ শতাংশ কমাতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ। এই আর্থিক মন্দার বাজারে খরচ কমাতেই বাড়তি কর্মী ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে অ্যামাজন সিইও। বিগত কয়েক মাসে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ডেল, ফেসবুক, গুগল, মাইক্রোসফট-সহ একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা। কিছুদিন আগেই ২০২৩ সালে দ্বিতীয় রাউন্ডের ছাঁটাই ঘোষণা করেছে মেটা। ১০,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। আর্থিক ক্ষতি কমাতেই এই কর্মী ছাঁটাই বলে জানায় টেক জায়ান্ট সংস্থাটি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম