।। প্রথম কলকাতা ।।
Amazon: সোমবার দ্বিতীয় দফায় ৯,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে ই-কমার্স সংস্থা অ্যামাজন। কোম্পানির সিইও অ্যান্ডি জ্যাসি একটি ব্লগ পোস্টে বলেছেন, “পরবর্তী রাউন্ডের ছাঁটাই প্রধানত অ্যামাজন ওয়েব সার্ভিস (AWS), পিপল এক্সপেরিয়েন্স এন্ড টেকনোলজি (PXT), বিজ্ঞাপন এবং টুইচ Twitch-এর কর্মীদের প্রভাবিত করবে।” টেক জায়ান্ট খরচ কমানো এবং বার্ষিক পরিকল্পনা প্রক্রিয়ার অংশ হিসাবে চলতি বছরের জানুয়ারিতে ১৮,০০০ কর্মীকে ছাঁটাই করেছে।
২০২২ সালের নভেম্বর মাসেও একধাক্কায় অনেক কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন। প্রসঙ্গত, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন সংস্থা। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী। কিন্তু তারপরও অ্যামাজন যে আর্থিক সঙ্কট যে কাটিয়ে উঠতে পারেনি তা দ্বিতীয় দফায় ছাঁটাইয়ের সিদ্ধান্ত থেকে স্পষ্ট। গত কয়েক বছরে কোম্পানিতে অনেক বেশি নিয়োগ করা হয়েছে। তাতে খরচ অনেকটাই বেড়ে গেছে। এই আর্থিক মন্দার বাজারে খরচ কমাতেই বাড়তি কর্মী ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে অ্যামাজন সিইও।
কোম্পানির সিইও অ্যান্ডি জ্যাসি বলেন, “এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল, তবে একটি যা আমরা মনে করি কোম্পানির জন্য দীর্ঘমেয়াদী সেরা সিদ্ধান্ত।” তিনি আরও জানান, “সংস্থার বার্ষিক পরিকল্পনা প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় চলতি মাসেই শেষ হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অতিরিক্ত নিয়োগের ক্ষেত্রে ছাঁটাই করা হবে।” জানা গিয়েছে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতনও কমাতে চলেছে এই সংস্থা। সংরক্ষণ করা হবে নতুন নিয়োগের ক্ষেত্রেও। এবার কর্মীদের বেতন প্রায় ৫০ শতাংশ কমাতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ বলে জানা গেছে।
বিগত কয়েক মাসে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ডেল, ফেসবুক, গুগল, মাইক্রোসফট-সহ একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা। কিছুদিন আগেই ২০২৩ সালে দ্বিতীয় রাউন্ডের ছাঁটাই ঘোষণা করেছে মেটা। গত বছর, কোম্পানিটি প্রায় ১১,০০০ কর্মীকে বরখাস্ত করেছিল এবং এবার আরও ১০,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। আর্থিক ক্ষতি কমাতেই এই কর্মী ছাঁটাই বলে জানায় টেক জায়ান্ট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম