।। প্রথম কলকাতা ।।
Refrigerator Buying Guide: শীত(Winter) প্রায় শেষ, এবার সহ্য করতে হবে গনগনের রোদের তাপ। সারাদিন কাজের পর বাড়িতে একটু ঠান্ডা জল পেলে মন্দ হয় না। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রিজ। এখন ঘরে ঘরে সবাই রেফ্রিজারেটর(Refrigerator) বা ফ্রিজ রেখে দেন, তবে গরমের সময় ফ্রিজের চাহিদা বেশি থাকে। অনেকেই আছেন যারা বাড়িতে নতুন ফ্রিজ নিয়ে আসেন, আবার কেউ ফ্রিজ সারাই করেন। ফ্রিজ এমন একটি জিনিস যা সারা বছর ব্যবহার করা যায়। ব্যস্ত জীবনে অনায়াসে এক সপ্তাহের বাজার একসাথে করা যায়। নিশ্চিন্তে দু’দিনের খাবার রান্না করে রেখে দেওয়া যায় ফ্রিজে। বাজারে হরেক রকমের ফ্রিজ পাওয়া যায়। কোন ফ্রিজ কিনবেন আর কোন ফ্রিজ কিনবেন না, তা আগে থাকতে না জানলে মুশকিল। বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে। যদি সেই সম্পর্কে না জানেন তাহলে ঠকে যেতে পারেন।
(১)কেনার আগে আপনাকে ভেবে নিতে হবে, আপনি ঠিক কত বড় ফ্রিজ নিতে চাইছেন। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ফ্রিজ বেছে নিন। অযথা বড় ফ্রিজ নিয়ে নিলে সমস্যা হবে, আবার ছোট ফ্রিজ নিলে ইচ্ছা মতো জিনিস রাখা যাবে না। যদি পরিবারের সদস্য সংখ্যা দুই থেকে চার জন হয় তাহলে নিশ্চিন্তে ২০০ থেকে ৩০০ লিটারের ফ্রিজ নিতে পারেন। যদি একার জন্য একটি ফ্রিজ নেন সেক্ষেত্রে ৪০ থেকে ১০০ লিটারের ফ্রিজ ঠিক আছে। যদি ৫ জনের বেশি সদস্য থাকে তাহলে ২৫০ থেকে ৫০০ লিটারের ফ্রিজ নেওয়াই ভালো হবে।
(২)ফ্রিজ কিনতে যাওয়ার আগে অবশ্যই বাজেটটা দেখে নিন। আপনার বাজেট অনুযায়ী ফ্রিজ কিনুন। কম বাজেটের মধ্যেও আপনি ভালো ফ্রিজ পেয়ে যেতে পারেন। পাশাপাশি ওই বাজেট অনুযায়ী ঠিক কি কি ফিচার্স পেতে পারেন বাড়ি থেকে একটু জেনে যাবেন।
(৩)সাধারণত ফ্রিজ কেনার সময় কোম্পানি ওই ফ্রিজের ফিচার্স এবং বিদ্যুৎ খরচ সম্পর্কে আপনাকে আগাম একটি ধারণা দিয়ে দেবে। ফ্রিজ কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন, সেটি বাড়ি নিয়ে গেলে আপনাকে অতিরিক্ত কত টাকা বিদ্যুৎ বিল দিতে হবে। চেষ্টা করবেন ফাইভ স্টার রেটেড ফ্রিজ কেনার। কমপক্ষে থ্রি স্টার ফ্রিজ নেবেন, এক্ষেত্রে কম বিদ্যুৎ ব্যবহার হয়।
(৪)ফ্রিজের ডিজাইন এবং রং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ঘরের সঙ্গে তা মানানসই হবে কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন। ডিপ ফ্রিজ থাকার স্টাইল থেকে শুরু করে দরজা এবং ফ্রিজের ভিতরের নানান ডিজাইন রয়েছে। কেনার আগে আপনার সুবিধা অনুযায়ী বেছে নেবেন।
(৫)ফ্রিজ কেনার আগে অবশ্যই দেখে নেবেন কোম্পানি আপনাকে ঠিক কত মাসের ওয়ারেন্টি দিচ্ছে। সাধারণত ওয়ারেন্টির মেয়াদ দেওয়া হয় ফ্রিজের কম্প্রেসারের উপর। পরবর্তীকালে কোম্পানির দেওয়া মেয়াদের মধ্যে যদি ফ্রিজ খারাপ হয় সেক্ষেত্রে বিনামূল্যে ঠিক করে নিতে পারবেন।