।। প্রথম কলকাতা ।।
PM Mitra Mega Textile Parks: ভারতের (India) সাতটি রাজ্যে (7 State) তৈরি হতে চলেছে পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক (PM Mitra Mega Textile Parks)। যেখানে প্রচুর মানুষ কাজের সুযোগ পাবেন। এই পার্ক গুলি হবে ফার্ম টু ফাইবার টু ফ্যাক্টরি টু ফ্যাশন টু ফরেন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে, যা ভবিষ্যতে দেশের টেক্সটাইল শিল্পকে নতুন মাত্রা প্রদান করবে। পাশাপাশি কাজের গতিতে উন্নতির জোয়ার আনবে।
কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী মিত্র মেগা টেক্সটাইল পার্ক তৈরি করা হবে, প্রধানমন্ত্রীর সংবাদে বেশ খুশি এই সাত রাজ্যের বাসিন্দারা। অত্যাধুনিক কাঠামোতে তৈরি পার্কগুলিতে সরকারি তরফ থেকে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হবে। লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এটি মেক ইন ইন্ডিয়ার অন্যতম উদাহরণ হতে চলেছে। যা প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে। বিশ্ব টেক্সটাইল মানচিত্রে শক্তিশালী হবে আমাদের দেশ।
এই প্রকল্পের মাধ্যমে ভারতের বস্ত্র শিল্পের উন্নতিতে জোয়ার আসতে পারে। পাশাপাশি কমবে লজিস্টিক খরচ, বৃদ্ধি পাবে ভারতীয় টেক্সটাইলের প্রতিযোগিতা। বিশ্বের পুঁজিপতিদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে ভারতের এই নতুন পরিকল্পনা। মূলত এই টেক্সটাইলগুলো এমন জায়গায় স্থাপন করা হবে যেখানে বস্ত্র শিল্প গড়ে ওঠার যথাযথ পরিবেশ এবং চাহিদা রয়েছে। পাশাপাশি খেয়াল রাখা হচ্ছে, সেই এলাকাগুলি যেন বস্ত্র শিল্পের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত হয়।
সহজ কথায় বলতে গেলে, ভারত এখন বস্ত্র শিল্পের স্বনির্ভরতার পথে হাঁটছে। শুক্রবার প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা ৭ রাজ্যবাসীকে নতুন স্বপ্ন দেখিয়েছে। টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে বিশদে জানান প্রধানমন্ত্রী। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এই সাত রাজ্যে প্রচুর বিনিয়োগের সুযোগ তৈরি হবে। ইতিমধ্যেই পিএম মিত্র টেক্সটাইল পার্কের জন্য ১৫৩৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই সংক্রান্ত অ্যাপ্লিকেশন গ্রহণ শুরু হয়েছিল ২০২২ সালে। ইতিমধ্যেই বেশ কিছু অ্যাপ্লিকেশন জমা পড়েছে। কেন্দ্রের আশা অনুযায়ী, আগামী দিনের তার সংখ্যা আরো বাড়বে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম