।। প্রথম কলকাতা ।।
Lucky Bamboo: লাকি বাম্বু (Lucky Bamboo) এই কথাটির সাথে অনেকেই পরিচিত। অনেকে আবার শখ করে লাকি ব্যাম্বু ঘরের মধ্যে রেখে দেন। এই ছোট্ট গাছে রয়েছে হাজারো উপকার। এটি যেমন মন ভালো করে তেমন সংসারে ফিরিয়ে আনতে পারে সৌভাগ্য। দূর করতে পারে আর্থিক অনটন। লাকি ব্যম্বুকে ঘিরে নানান প্রচলিত বিশ্বাস এবং ধ্যান ধারণা রয়েছে। ‘বাঁশ’ কথাটির সাথে বাঙালি ওতপ্রোতভাবে জড়িত। বিপদের অশনি সংকেত বোঝাতে অনেকেই প্রায় এই কথাটি ব্যবহার করেন। কিন্তু লাকি ব্যাম্বু এমন একটি বিশেষ গাছ, শব্দে ব্যাম্বু বা বাঁশ কথাটি থাকলেও এর মাধ্যমে রাতারাতি ফিরবে আপনার ভাগ্য। এমনটাই বিশ্বাস করেন অনেকে। সেই বিশ্বাসের বশবর্তী হয়েই বহু মানুষ নিজেদের বাড়িতে রাখেন লাকি ব্যাম্বু। কেউবা রাখেন শৌখিনতা আবার কেউবা ভাগ্য ফেরাতে।
অনেক বাস্তবিদ আবার পরামর্শ দেন বাড়িতে লাকি ব্যাম্বু রাখতে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বাড়িতে লাকি ব্যাম্বু রাখলে দাম্পত্য সম্পর্কের উন্নতি হয়, স্বাস্থ্য এবং সম্পত্তির সমৃদ্ধি ঘটে, মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সর্বতোভাবে সৌভাগ্য বৃদ্ধি পায় এই গাছের মধ্য দিয়ে। এই ছোট্ট গাছটি নিজেও খুব সৌখিন, তাই এক্ষেত্রে প্রয়োজন একটু বিশেষ আদর-যত্নের।
কোথায় পাবেন লাকি ব্যাম্বু?
আপনার বাড়ির আশেপাশে যেকোন ভালো না নার্সারিতে এই গাছটি অতি সহজেই পেয়ে যাবেন। কিংবা নার্সারিতে না থাকলে নার্সারি কর্তৃপক্ষকে বললেই ওরা স্পেশাল অর্ডার নিয়ে আনিয়ে দেন। সবথেকে ভালো, লাকি ব্যাম্বু অনলাইন থেকে কিনতে পারেন। আমাজন, ফ্লিপকার্ট, মিশোর মত এইরকম অজস্র প্ল্যাটফর্ম রয়েছে যেখানে লাকি ব্যাম্বু পাওয়া যায়। গাছের দাম এবং সাইজ ভালো ভাবে দেখে নেবেন।
লাকি ব্যাম্বুর যত্ন
সাধারণত জলের মধ্যেই লাকি ব্যাম্বু রাখা হয়। আপনি কোন টব বা কাঁচের যে কোনো পাত্রেই গাছটি রাখতে পারেন। পাত্রে গাছটি রাখার আগে ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে গায়ে কোন অ্যালগি বাসা বাঁধতে না পারে। জলের রঙ যদি কালচে বা কোনরকম পরিবর্তন হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ জল পরিবর্তন করতে হবে। ন্যূনতম ১৪দিন অন্তর জল পরিবর্তন করা উচিত। অনেকে শখ করে রঙিন পাথর লাকি ব্যাম্বু ট্রি- এর পাত্রে রাখেন। সেক্ষেত্রে অবশ্যই পাথরগুলিকে যথেষ্ট পরিষ্কার রাখতে হবে। বেশি পরিমাণে পাথর রাখলে গাছের ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পায়।
অনলাইন থেকে বা নার্সারি থেকে কিনে আনার পর অনেক সময় গাছের কিছু পাতা একটু হলদেটে হয়ে যায় বা শুকিয়ে যায়। ওই শুকিয়ে যাওয়া পাতাগুলোকে ছেঁটে ফেলতে হবে। মাঝে মাঝে জলে আয়রনের আধিক্যের কারণে লাকি ব্যাম্বু ট্রির পাতা হলদেটে হয়ে যায়। তাই মিনারেল ওয়াটার ব্যবহার করা ভালো।
ছায়া জায়গাতেই এই গাছটি ভালো থাকে। তাই লাকি ব্যাম্বুর জন্য খুব বেশি রোদের প্রয়োজন নেই। যে স্থানে সরাসরি রোদ পরে সেখানে গাছটিকে একেবারে রাখা যাবে না। চেষ্টা করবেন ঘরের ভিতরে রাখার। তাহলে আর দেরি কেন, আপনি যদি এই গাছটিকে শুভ মনে করেন তাহলে চটপট ঘরে কিনে আনুন লাকি ব্যাম্বু ট্রি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম