।। প্রথম কলকাতা ।।
FIFA: ১৬ মার্চ, বৃহস্পতিবার কিগালিতে সংস্থার ৭৩তম কংগ্রেসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (FIFA) সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। ইনফান্তিনো প্রিমিয়ার বডির জন্য পরবর্তী চার বছরের চক্রে রেকর্ড আয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। জিয়ান্নি ইনফান্তিনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছিলেন এবং ফিফা সভাপতি হিসেবে তার নির্বাচন ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা। এই নিয়ে তৃতীয় বার ফিফার সভাপতি নির্বাচিত হলেন ৫২ বছর বয়সী ইনফান্তিনো।
২০১৬ সাল থেকে ফিফার দায়িত্বে রয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি সেপ ব্ল্যাটারের স্থলাভিষিক্ত হন। সাংগঠিক দক্ষতা, তুখোর নেতৃত্বগুণে খুব অল্প সময়ের মাঝেই বেশ জনপ্রিয় হয়ে উঠেন তিনি। আর তাতেই ২০১৯ সালে তার ওপর আস্থা রাখে সদস্য দেশগুলো এবং ফের তাকে নির্বাচিত করা হয়। জিয়ান্নি ইনফান্তিনো এখন ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ না হওয়া পর্যন্ত ফিফার সভাপতি পদে বহাল থাকবেন। যা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আয়োজিত হবে।
ইনফান্তিনো বলেছেন “এটি একটি অবিশ্বাস্য সম্মান এবং বিশেষাধিকার এবং একটি মহান দায়িত্ব। আমি বিশ্বজুড়ে ফিফা এবং ফুটবলের সেবা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।” তিনি আরও বলেন, “যারা আমাকে ভালোবাসে এবং আমি জানি সেখানে অনেকেই আছে যারা আমাকে ঘৃণা করে… আমি তোমাদের সবাইকে ভালোবাসি।”
কাতার বিশ্বকাপের আগে আয়োজকদের নিয়ে যখন সমালোচনায় মুখর পশ্চিমা দেশগুলি, তখন শক্ত হাতে হাল ধরেন ইনফান্তিনো। ইউরোপের দেশগুলিকে একহাত নিয়ে পাশে দাঁড়ান কাতারের। আসন্ন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে বাড়ছে দেশের সংখ্যা। তিনদেশে আয়োজিত বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। এই নিয়েও কম সমালোচনা হয়নি। তবে সব কিছুই শক্ত হাতে দমন করেছেন ইনফান্তিনো। এছাড়াও প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় ইনফান্তিনোকে।
Gianni Infantino has been elected FIFA President for the 2023-2027 term of office by acclamation.#FIFACongress pic.twitter.com/akzQV0IMNO
— FIFA (@FIFAcom) March 16, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম