।। প্রথম কলকাতা ।।
OTD: ১৬ মার্চ বিশ্ব ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়। ১১ বছর আগে এই দিনেই, শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করেছিলেন। ২০১২ সালের মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের (Bangladesh) বিপক্ষে ভারতের এশিয়া কাপের ম্যাচে এই অসামান্য কৃতিত্বটি গড়েন মাস্টার ব্লাস্টার।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের বাংলাদেশের বিপক্ষে ভারত পাঁচ উইকেট হারিয়ে ২৮৯ রানের স্কোর গড়ে। শচীন টেন্ডুলকার মেন ইন ব্লুকে পাওয়ারপ্লেতে পথ দেখান, তারপরে তিনি ৬৩ বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি বিরাট কোহলির সঙ্গে ১৪৮ রানের পার্টনারশিপ গড়েন। যিনি টেন্ডুলকারের রেকর্ড ভাঙার অন্যতম দাবিদাই। ইতিমধ্যেই সর্বোচ্চ স্তরে ৭৫ সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট কোহলি।
কোহলি আউট হয়ে যাওয়ার পরে, শচীন সুরেশ রায়নার সঙ্গে ৮৬ রানের একটি জুটি গড়েন। রায়না ৩৮ বলে ৫১ রান করেছিলেন। এরপর শচীন টেন্ডুলকার ১৩৮ বলে তার সেই কাঙ্খিত শতরান পূর্ণ করেছিলেন। সেঞ্চুরির পর তিনি তার বাহু তুলে আকাশের দিকে তাকান এবং তার প্রয়াত বাবাকে স্মরণ করেন। ১৯৯৯ সালে প্রয়াত হয়েছিলেন শচীন টেন্ডুলকারের বাবা।
শেষ পর্যন্ত ১৪৭ বলে ১২ চার ও এক ছক্কায় ১১৪ রান করে ফিরে যান টেন্ডুলকার। তবে তামিম ইকবাল, জহুরুল ইসলাম ও নাসির হোসেনের ৭০, ৫৩ ও ৫৪ রানের ইনিংসে ভর করে ম্যাচটি পাঁচ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। সাকিব আল হাসান ৩১ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৪৯ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। মুশফিকার রহিমও একটি অধিনায়কখচিত ইনিংস খেলেন। তিনি ২৫ বলে তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৪৬ রানে অপরাজিত থাকেন।
টেন্ডুলকার টাইগারদের বিপক্ষে সেঞ্চুরি করার পর আর একটিমাত্র ওয়ানডে খেলেছিলেন। তিনি মিসবাহ-উল-হকের পাকিস্তানের বিপক্ষে ৫২ রানের ইনিংস খেলে ৫০-ওভারের ফর্ম্যাট থেকে অবসর গ্রহণ করেছিলেন। যদিও এই ম্যাচে ভারত ছয় উইকেটে জয় পায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম