।। প্রথম কলকাতা ।।
West Bengal Tourism Ambassador: রাজ্যের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হলো অভিনেতা দেবকে (Dev)। বুধবার নবান্নে (Nabanna) এমনই প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২০২০ সাল থেকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Brand Ambassador) ছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার সেই পদের জন্য অভিনেতা দেব কে প্রস্তাব দেয়া হলো।
বুধবার নবান্নে শিল্পপতিদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিভিন্ন শিল্পে বিনিয়োগ, কর্মসংস্থান সহ একাধিক বিষয় নিয়ে এদিন মূলত আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, দেব সহ অন্যান্যরা। বৈঠকের শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী দেবকে বলেন “তোমার কিছু বলার আছে দেব?” মুখ্যমন্ত্রী প্রশ্নে নিরুত্তর থাকেন দেব। এরপরই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, “তুমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে যাও না।” হঠাৎ এমন প্রস্তাবে হকচোখিয়ে এদিকে ওদিকে তাকাতে থাকেন দেব।
দেবের কিছু বলে ওঠার আগেই মুখ্যমন্ত্রী বলেন, “পর্যটন দফতরের কে আছো? তোমরা দেব-কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দাও।” এরপর তিনি পর্যটন নিয়ে একটি ভালো ভিডিও বানানোর কথাও বলেন। আর এই বিজ্ঞাপনটি বানানোর জন্য চিত্র পরিচালক গৌতম ঘোষকে দায়িত্ব দেয়া হয়। তারপর দেবকে বলা হয় তুমি আরো দু-তিন জনকে নিয়ে কাজটি ভালো করে করে নাও।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের শাহরুখ আছে। একটা ভিডিও করে দিয়েছিল ও। কিন্তু ও তো খুব ব্যস্ত। সময় পায় না।” তারপরই দেবকে সেই দায়িত্ব নিতে বলা হয়।
জি ২৪ ঘন্টার সাক্ষাৎকারে দেব বলেন, “আমি এখনও বুঝতে পারছি না, বিষয়টা বুঝে উঠতে পারিনি, তবে বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করা গর্বের। আমি এখনও সবটা হজম করতে পারিনি। তবে চেষ্টা করব যাতে বাংলার মান সম্মান রাখতে পারি। উনি আমার উপর ভরসা করেছেন, এটা আমার কাছে সম্মানের। যদি বাংলার এগিয়ে যাওয়ায় আমি শরিক হতে পারি, সেটা সত্যিই গর্বের।”
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম