।। প্রথম কলকাতা ।।
Business Ideas: চারদিকে বেকারত্ব। সরকারি চাকরির তেমন আশা দেখা যাচ্ছে না। বেসরকারি চাকরির ক্ষেত্রও দিন দিন কমে আসছে। এই অবস্হায় হতাশ হয়ে বসে না থেকে যদি ঘরেই ব্যবসা শুরু করা যায় কেমন হয়? আপনার হয়তো মনে হবে ব্যবসা করার মতো পুঁজি কোথায় পাবো। তার জন্য তো বড় জায়গাও দরকার। কিন্তু এমন অনেক ব্যবসা আছে ঘরে বসে খুব কম টাকাতেই তা শুরু করা যায়। তাতে আয়ও হবে আকর্ষণীয়। বাজারে তার চাহিদাও ব্যাপক।
টিপ তৈরি ব্যবসা। বিনিয়োগ সামান্যই। কিন্তু এই ব্যবসা করে প্রতি মাসে এবং বছরে প্রচুর টাকা অনায়াসেই আয় করা যেতে পারে। প্রথমেই ভাবতে হবে বাজারের কথা। ক্রেতা কারা। আমাদের দেশে বহু কোটি মহিলা টিপ পরেন। বিশেষত বিবাহিত মহিলাদের অনেককেই প্রতিদিন টিপ ব্যবহার করতে হয়। সমীক্ষায় দেখা গেছে, একজন মহিলা গড়ে বছরে কম করে বারো পাতা টিপ ব্যবহার করেন। তাছাড়া আগে শুধু বিবাহিত মহিলারা টিপ পরতেন।এখন অবিবাহিতদের অনেকেই টিপ পরেন। তাই দ্রুত বাড়ছে নানা আকার আয়তনের টিপের চাহিদা। তাহলে ভাবুন তো, চাহিদাটা কতটা বেশি। তাই ঘরে বসে সেই টিপ তৈরি করে যোগান দিতে পারলেই মোটা টাকা আয় করা যায়। তার জন্য বিশাল জায়গা বা কারখানা খোলার দরকার নেই। একটা ছোট মেশিন কিনে খুব সহজেই যে কোনো ব্যক্তি নিজের ঘরেতেই এই ব্যবসা শুরু করতে পারেন। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই এই টিপের সমান চাহিদা। শহর গ্রাম সর্বত্রই টিপ ব্যবহারে কোন বাধ বিচার নেই। তাই তৈরির পর উৎপাদিত সামগ্রী কোথায় বিক্রি করবেন সে নিয়ে তেমন চিন্তার ব্যাপারও থাকছে না।
মাত্র ৮ হাজার টাকা টাকা মূলধন দিয়ে টিপ তৈরির ব্যবসা শুরু করা যেতে পারে। আর এই ব্যবসা থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা যেতে পারে। তবে তা অবশ্যই বিক্রির ওপর নির্ভরশীল। উৎপাদিত টিপ কিভাবে বাজারজাত করছেন তার ওপর অনেকটাই নির্ভর করছে আয়ের পরিমাণ। সরাসরি বা লোক মারফত বিভিন্ন দোকানে গিয়ে এই টিপ বিক্রি করা যেতে পারে। তাছাড়া বিউটি পার্লারগুলিতেও টিপের ভালো চাহিদা রয়েছে। তাই আর দেরি না করে কম পুঁজির এই ব্যবসা শুরু করে দিতেই পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম