।। প্রথম কলকাতা ।।
Sushil Kumar: সাগর ধনকার হত্যা মামলার প্রধান অভিযুক্ত অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে অন্তর্বর্তীকালীন জামিন দিল রোহিণী আদালত। সুশীল কুমারকে তার বাবার শেষকৃত্য সম্পাদনের জন্য চার দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। আদালত মানবিক কারণে সুশীল কুমারকে ১ লক্ষ টাকা এবং একই পরিমাণের দুটি জামিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।
২০২১ সালের ২ জুন থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন সুশীল কুমার। জামিন মঞ্জুর করার সময় আদালত বলেন, অভিযুক্তের বাবা গতকাল মারা গেছেন এবং আজই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা বিবেচনা করে মানবিক কারণে আসামিকে ব্যক্তিগত বন্ডে ৬ মার্চ থেকে ৯ মার্চ অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হতে পারে।
২০২১ সালের ৪মে সম্পত্তি বিরোধের জেরে সুশীল কুমার তার সঙ্গীদের নিয়ে ছত্রসাল স্টেডিয়ামের পার্কিং লটে হরিয়ানার রোহতকের বাসিন্দা প্রাক্তন জুনিয়র জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন ধনকর এবং তার বন্ধুদের আক্রমণ করার অভিযোগ ওঠে। ধনকর আঘাতে মারা যান। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী, ভোঁতা বস্তুর আঘাতের ফলে সেরিব্রাল ক্ষতির কারণে তিনি মারা যান। এরপর এক মাসেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন সুশীল কুমার।
সূত্র মারফত জানা যায়, মৃত কুস্তিগীর আগে মডেল টাউনের সুশীল কুমারের ফ্ল্যাটে থাকতেন। ফ্ল্যাটের ভাড়া নিয়ে দুই কুস্তিগীরের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধ থেকে ধনকর সুশীল কুমারকে গালিগালাজ করলে তা মারাত্মক ঝগড়ায় রূপ নেয়।