।। প্রথম কলকাতা ।।
Mukesh Ambani: ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি। মুম্বাইয়ে আরব সাগরের তীরে বিশ্বের অন্যতম দামী বাড়ির মালিক তিনি। ২৭ তলা এই বাড়ির নাম ‘অ্যান্টিলিয়া’। বাড়িতে আম্বানি সদস্যরা ছাড়াও রয়েছেন ৬০০ জন কর্মচারী। রয়েছে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, বাড়ির বিভিন্ন কাজের জন্য রাখা কর্মী, গাড়ির চালক সহ আরও অন্যান্য কর্মী। ২৭ তলা বাড়ির গোটা একতলা জুড়ে থাকেন বাড়ির কর্মচারীরা। আম্বানি পরিবারের কর্মচারীরাও নাকি বিলাসবহুল জীবন কাটান।
তবে জানেন কী? আম্বানি পরিবারের গাড়ির চালকরা যা বেতন পান, তা অন্য বহুজাতিক সংস্থার কর্মচারীরাও পাননা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে ২০১৭ সালে মুকেশ আম্বানির ব্যক্তিগত ড্রাইভারের বেতন ছিল প্রতি মাসে প্রায় ২ লক্ষ টাকা। বার্ষিক বেতনের পরিমাণ ২৪ লক্ষ টাকা। যা আজকালকার অনেক কর্মজীবীদের থেকেও বেশি। তবে ২০২৩ সালে তার ড্রাইভার কত উপার্জন করবে তা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, যে আম্বানি পরিবারের চালকদের একটি বেসরকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা হয় এবং ড্রাইভিং স্টাফরা বিলিয়নিয়ারের পরিবারের বিলাসবহুল জীবনধারার সাথে তাল মিলিয়ে চলার জন্য কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। আম্বানির বুলেটপ্রুফ গাড়ি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত, এই চালকরা বাণিজ্যিক এবং বিলাসবহুল যানবাহন চালাতে বিশেষজ্ঞ এবং কঠিন রাস্তা এবং অপ্রীতিকর পরিস্থিতিতে নেভিগেট করতে দক্ষ। লাইভ মিন্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বাবুর্চি, গার্ড এবং হাউসকিপিং স্টাফ থেকে শুরু করে কর্মচারীদের ভাতা এবং বীমা দেওয়া হয়।
সালমান খান এবং অক্ষয় কুমারের মতো অনেক বলিউড তারকা তাদের দেহরক্ষীদের কোটি টাকা বেতন দেন বলে জানা গেছে। প্রতিবেদন থেকে আরও জানা গেছে সালমান খানের দেহরক্ষী শেরা যিনি ২০ বছর ধরে তাঁর সঙ্গে রয়েছেন তিনি বার্ষিক ২ কোটি টাকা আয় করেন। এদিকে, কারিনা কাপুর তার আয়াকে ছেলেদের দেখাশোনা করার জন্য প্রতি মাসে দেড় লক্ষ টাকা বেতন দেন। যদি তিনি ওভারটাইম কাজ করেন তাহলে তা ১ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত পান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম