।। প্রথম কলকাতা ।।
৫ মার্চ, রবিবার মহিলা প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ উইকেট শিকার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারা নরিস। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে এই বাঁহাতি স্পিডস্টার কৃতিত্ব অর্জন করেছিলেন।
The first bowler to take a fifer in the #TATAWPL
USA's Tara Norris 🫡
Remember the name! 👏👏
Follow the match ▶️ https://t.co/593BI7xKRy#TATAWPL | #RCBvDC pic.twitter.com/nuU7a0UzL8
— Women's Premier League (WPL) (@wplt20) March 5, 2023
ডব্লিউপিএল-এর নিয়ম অনুযায়ী, একটি দল পাঁচজন বিদেশী খেলোয়াড়কে এই শর্তে মাঠে নামাতে পারে যে পঞ্চম খেলোয়াড়কে সহযোগী ক্রিকেট খেলা দেশের হতে হবে। সেই অনুযায়ী নরিস দিল্লি ক্যাপিটলসের হয়ে মাঠে নেমেছিলেন।
নরিস তার প্রথম উইকেট পান এলিস পেরিকে আউট করে। যিনি ১৯ বলে পাঁচটি চারের সাহায্যে ৩১ রান করেন। একই ওভারে দিশা কাসাতকে প্যাভিলিয়নে পাঠান নরিস। দ্বিতীয় ওভারে রিচা ঘোষকে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর কণিকা আহুজা ও হেথার নাইটকে আউট করে পাঁচ উইকেটের নজির গড়েন।
নরিস ৪ ওভারে ২৯ উইকেট নিয়ে পাঁচ উইকেট দখল করেন। তার এই দুর্দান্ত স্পেলেই দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬০ রানে পরাজিত করে।