।। প্রথম কলকাতা ।।
Cancer symptom: ক্যানসার (Cancer) হলো একটি জটিল রোগ। এই রোগ একবার হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ক্যান্সারে কারণে মারা যান। প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়লে তার নিরাময় করা সম্ভব। কিন্তু রোগীর (Patient) শরীরে এই রোগ যদি বেশি ছড়িয়ে পড়তে থাকে, তাহলে তার সুস্থতা হওয়ার সম্ভাবনাও কমতে থাকে। ক্যান্সারের সব থেকে বড় লক্ষণ হলো ব্যথা (Paint)। শরীরের যে কোন স্থানে এই ব্যথা (Paint) হতে পারে। ব্যথা যদি দীর্ঘস্থায়ী এবং অস্বাভাবিকভাবে হতে থাকলে সতর্ক হোন। অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
রোগীর ব্যথা ঠিক কতটা, তার ওপরে নির্ভর করে এটা কি ধরনের ক্যান্সার। শরীরের কোন জায়গায় ব্যথা করছে, সেই ব্যথা কতটা ছড়িয়ে পড়েছে, ব্যথার তীব্রতা দেখে তা বোঝা যায়। দীর্ঘস্থায়ী এবং তীব্র ক্যান্সারের ব্যথা সম্পর্কে বেশিরভাগই সচেতন থাকেন, তবে আরও কয়েক ধরনের ব্যথা আছে যেগুলো আমরা ভালো করে খেয়াল করি না। ক্যান্সারের ব্যথাকে চিকিৎসকেরা চারটি ভাগে ভাগ করেছেন। জেনে নিন সেগুলো কী-
সোমাটিক:
রোগীদের মধ্যে এই ধরনের ব্যাথা সবচেয়ে বেশি দেখা যায়। আক্সান্ত স্থান মোচড় দিয়ে উঠে।
নিউরোপ্যাথিক:
ক্যান্সারের কারণে নার্ভের ক্ষতি হলে এই ব্যাথা হয়। আবার অনেক সময় কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জারির পরেও এই রকম ব্যথা হয়। নিউরোপ্যাথিকে আক্রান্ত স্থানটি জ্বলে যাওয়ার মতন অনুভূতি হয়।
ভিসারাল:
শরীরের অভ্যন্তরী অঙ্গতে এই ধরনের ব্যাথা হয়। যেমন বুকে পেটের ব্যাথাকে ভিসিরাল বলে। এই ব্যাথায় আক্রান্ত স্থানটি থরথর করে কাঁপার মতন অনুভূতি হয়।
তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্যথা:
এই ধরনের ব্যথা দীর্ঘমেয়াদী এবং তীব্র হয়।
এছাড়াও কিন্তু ক্যান্সারের বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন চরম ক্লান্তি ভাব, হঠাৎ রক্তপাত, আচমকা ওজন হ্রাস, ত্বকের পরিবর্তন। এ সমস্ত অস্বাভাবিক কিছু লক্ষণ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট (Treatment) করাতে ভুলবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম