।। প্রথম কলকাতা ।।
Business ideas: ব্যবসা শুরু করার সহজ কাজ নয়। লেখাপড়ার গণ্ডি পার করে চাকুরিতে ঢুকতে চান না অনেকেই। ৯-৫ পাঁচটার গতানুগতিক জীবন নয় তারা চান নিজের দক্ষতা এবং ক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন কিছু করতে। তবে ব্যবসা শুরুর আগে অনেক রকম চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। যে ব্যবসা করতে চাইছেন কত টাকা বিনিয়োগ করতে হবে, রিটার্ন কত পেতে পারেন বাজারে চাহিদা রয়েছে কিনা এবং বিনিয়োগে ঝুঁকি কতটা এই সমস্ত দিকগুলি বিচার করার পরই কোনো ব্যবসায় নামা উচিত। তবে বাকি দিকগুলো সামাল দিতে পারলেও ব্যবসা শুরুর জন্ম থেকেই যে পুঁজির দরকার তা অনেকে জোগাড় করতে পারেন না। সেই কারণেই অধরা থেকে যায় স্বপ্ন। আবার অনেকেই মনে করেন অল্প টাকায় কি ব্যবসা শুরু করা যায় না? এমন বহু কাজ রয়েছে যাতে তুলনামূলকভাবে অল্প টাকা বিনিয়োগ করে কম সময়ে অনেক লাভ করা যেতে পারে।
তবে ব্যবসা করতে চাইলে তিনটি বিষয়কে যাচাই করে আগে দেখা জরুরি। আপনার মূলধন বা অর্থ বিনিয়োগের ক্ষমতা কতটা রয়েছে। দুই, কতটা সময় বা শ্রম আপনি দিতে পারবেন। তিন, আপনার নতুনত্ব ভাবনা বা কল্পনার দৌড় ঠিক কতটা।
পর্যাপ্ত মূলধন যাদের নেই তারা কি তবে ব্যবসায়ী হতে পারবেন না? সেক্ষেত্রে তাদেরকে নিজেদের সীমাবদ্ধতাটুকু বুঝে নিয়েই সঠিক পথ বাছাই করতে হবে। পরনির্ভরশীল ব্যবসায়ী সঠিক রাস্তা দেখাতে পারে অর্থাৎ আউটসোর্সিং বা কোনো পরিষেবা প্রদানকারী ব্যবসা। এই জাতীয় ব্যবসায় আপনার নিজস্ব বিনিয়োগের পরিমাণ নূন্যতম থাকে। পরিষেবা প্রদানকারী বা সার্ভিস বিজনেসের ক্ষেত্রে রয়েছে মজা। নিজস্ব কোনো প্রোডাক্ট নেই কিন্তু নিজের প্রোডাক্ট আছে এমন বহু ব্যবসায়ীর সঙ্গে আপনি কাজ করছেন। আজকের দুনিয়া পৃথিবীর সব থেকে বড় কয়েকটা ব্যবসার দিকে যদি আপনি চোখ রাখেন যেমন গুগল,অ্যামাজন, সবাই কিন্তু এক একটি পরিষেবা প্রদানকারী সংস্থা। ধরুন আপনি একটি ট্রাভেল এজেন্সি খুলতে চান মানুষকে চাহিদা মত ছোট বা মাঝারি যাত্রীবাহী গাড়ি পরিষেবা দিতে চান ভাবছেন এর জন্য আপনাকে অনেকগুলি গাড়ি কিনতে হবে কিন্তু একদমই নয়। অনেকেই গাড়ি কেনেন হয়তো সেগুলি কমার্শিয়াল রেজিস্ট্রেশন করিয়েছেন কিন্তু সঠিক মার্কেটিং এর অভাবে গাড়িগুলিকে ভাড়া খাটাতে পারছেন না সেইসব গাড়ি মালিকদের খুঁজে নিয়ে তাদের আপনি এক ট্রাভেল এজেন্সির ছাতার তলায় নিয়ে আসুন।
আপনাকে দেখে নিতে হবে কী কী ধরনের ব্যবসা বাজারে চলছে। সেগুলো একটু খুঁটিয়ে দেখলেই আপনি বুঝে যাবেন কোন ব্যবসা কোন দিকে যাবেন। দেখবেন যাদের পর্যাপ্ত মূলধন আছে তারা সাধারণত কোন নতুন পরীক্ষা নিরীক্ষা দেখে না গিয়ে প্রথাগত ব্যবসা পছন্দ করেন। যেমন কাপড়ের দোকান, গয়নার দোকান বা কোনো ফ্রাঞ্চাইজি এই জাতীয় বড় মাপের খুচরো পাইকারি ব্যবসা। আবার ধরুন বড় বড় অনুষ্ঠানের আয়োজন এর জন্য কেউ আর নিজেদের কর্মক্ষমতা নষ্ট করে না তারা ভরসা রাখেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির উপরে। যদি আপনার ক্ষেত্রে প্রচুর পরিচিত থাকে আপনি কোনো অনুষ্ঠানকে সফল করার মত দক্ষতা রাখেন তাহলে আপনি অল্প টাকা বিনিয়োগ করে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খুলে আয় করতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম