।। প্রথম কলকাতা ।।
Akshay Kumar: ফের পেক্ষাগৃহে ফেল করল তাঁর সিনেমা! অন্ততপক্ষে বক্স অফিসের রিপোর্ট বলছে এমনটাই। বলিউডের খিলাড়ি কুমারের (Khiladi Kumar) সময়টা বিগত বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। সম্প্রতি ‘সেলফি’র (Selfie) প্রচারের জন্য প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে নিজস্বী তুলেছেন অক্ষয় কুমার। কিন্তু তবুও কোনও ফল এলো না। কী বলছে বক্স অফিস রিপোর্ট?
এত বছরের কেরিয়ারে প্রচুর হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। হিন্দি সিনেমা (Hindi Cinema) দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা তিনি। কিন্তু বিগত কয়েক বছরে তাঁর ছবি বক্স অফিসে (Box Office) খুব একটা লাভ করতে পারেনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সেলফি’র প্রথম দিনে আয় হয়েছে ২.৫৫ কোটি টাকা মাত্র। বলতে গেলে, সূর্যবংশীর (Sooryavanshi) পর তাঁর তেমন কোনও ছবি হিট করেনি। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ছবি ফ্লপ করা নিয়ে অভিনেতা জানিয়েছেন, এর পেছনে তিনি দায়ী।
প্রতিবেদন অনুযায়ী ‘সেলফি’ মুক্তির আগে এক সাক্ষাৎকারে অক্ষয় (Akshay Kumar) জানিয়েছেন, ছবি ফ্লপ হওয়ার ঘটনা তাঁর সঙ্গে প্রথম নয়। এর আগেও একটা সময় গিয়েছে যখন তাঁর ১৬টি ছবি পরপর ব্যবসা দিতে পারে নি। এমনকি এর আগে তাঁর ৮টি ছবি কাজ দেয়নি। তিনি মনে করেন, ছবি বক্স অফিসে লাভ করতে না পারলে তা তাঁর দোষ। অভিনেতার বক্তব্য, দর্শকের মন বদলেছে। আমাকেও নিজের মধ্যে সেই পরিবর্তন আনতে হবে। নিজেকে ভেঙে আবার নতুন করে গড়তে হবে। দর্শকদের মনকে বুঝে কাজ করতে হবে। আমি সবটাই চেষ্টা করছি। মূলত তিনি ব্যর্থতার জন্য কারোর উপর দোষ দিতে চাননি। তাঁর কথায়, এটি আজ তাঁর সঙ্গে ঘটেছে, পরে হয়তো অন্য কারোর সঙ্গে ঘটবে। সবার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে থাকে। যে কোনও ব্যবসাতেই লাভ-ক্ষতি উভয় আছে। কোনও ক্রিকেটার সব সময় সেঞ্চুরি করতে পারে না। ঠিক সেভাবে সব ছবি হিট করবে এমন নয়।
তাই তিনি ছবি ফ্লপের ক্ষেত্রে দর্শকদের দোষারোপ করতে বারণ করেছেন। সবটাই নিজের ঘাড়ের উপর নিয়েছেন তিনি। তবে তাঁর কথা তাঁর ভক্তদের অবাক করে দিয়েছে। তাঁর একটাই বক্তব্য, অন্যকে দোষ দিয়ে নয়, যদি পরিবর্তন আনতে হয় তাহলে নিজেকে বদলাতে হবে। সাম্প্রতিককালে তাঁর যে ছবি মুক্তি পেয়েছে তাতে তিনি ছাড়াও ইমরান হাশমি, ডায়ানা পেন্টি, নুশরত ভারুচা, অভিমন্যু সিং সহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম