।। প্রথম কলকাতা ।।
WB School Education Department Recruitment: পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে কর্মী নিয়োগ করা হবে স্কুল শিক্ষা দফতরে (School Education Department)। রাজ্যের যে কোন প্রান্তের আগ্রহী চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারেন। ওই পদে আবেদন করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কীভাবে নিয়োগ করা হবে , কীভাবে আবেদন করতে হবে এবং বেতন কত মিলবে তার বিস্তারিত তথ্য জেনে নিন প্রতিবেদনের মাধ্যমে।
কোন পদে নিয়োগ হবে ?
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরে ব্লক লেভেল সুপারভাইজার (Block Level Supervisor) পদে নিয়োগ করা হবে কর্মীদের।
বয়সসীমা কত ?
আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। তাদের বয়সের হিসাব করা হবে ০১.০১.২০২৩ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন ?
আবেদনকারীকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও কম্পিউটার ডিপ্লোমা থাকলে সেই আবেদনকারী বাড়তি সুবিধা পাবেন।
কাজের ধরন: এই পদে কর্মরতকে মূলত স্কুল শিক্ষা দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলার ব্লকে মিড ডে মিলের বিভিন্ন কর্মসূচির উপর কাজ করতে হবে। নিয়োগস্থল হল বর্ধমান জেলার (Burdwan District) বিভিন্ন ব্লকের পঞ্চায়েত বা পুরসভার মিড ডে মিল সেন্টার।
মাসিক বেতন দেওয়া হবে কত ?
ওই নির্দিষ্ট পদের জন্য প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে বেতন দেওয়া হবে ১০ হাজার টাকা।
কতগুলি শূন্য পদ রয়েছে ?
আপাতত একটি শূন্য পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কীভাবে আবেদন করতে হবে ?
এক্ষেত্রে অনলাইনে আবেদন করার কোন রকম সুবিধা নেই। প্রার্থীকে ইন্টারভিউয়ের দিন নিজের বায়োডাটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে আবেদনপত্রের যে ফরম্যাট দেওয়া হয়েছে তার অনুকরণে একটি আবেদন পত্র তৈরি করে নিতে হবে। চাকরিপ্রার্থীকে সেখানে নিজের নাম, বাবার নাম, বাসস্থানের ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ আরও অন্যান্য তথ্য লিখতে হবে। সাথে অবশ্যই একটি রঙিন ৫ সাইজের ছবি আটকাতে হবে। সবশেষে ওই আবেদন পত্রের নিচে সই করতে হবে চাকরিপ্রার্থীকে। আগামী ৪ মার্চ তারিখে হবে ইন্টারভিউ। ঠিকানা হল ব্লক ডেভেলপমেন্ট অফিস, রায়না-১ ডেভেলপমেন্ট ব্লক, পূর্ব বর্ধমান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম