। প্রথম কলকাতা।।।
Ship sinking in Hooghly river : দুই জাহাজের মুখোমুখি ধাক্কার জেরে অঘটন হুগলি নদীতে । মাল বোঝাই জাহাজ ডুবল ( Ship Sink) নদীতে। দুর্ঘটনাগ্ৰস্থ জাহাজটি থেকে উদ্ধার করা হয় নয়জনকে । কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে অনুমান পুলিশের । জাহাজ ডুবির ঘটনা স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। এই ঘটনাটি ঘটে শনিবার কুলপি থানা এলাকার হুগলি নদীতে ( Hooghly River)।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শনিবার ভোর পাঁচটা নাগাদ হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় ঘটে এই দুর্ঘটনাটি। একটি ছাই বোঝাই পণ্যবাহী জাহাজ হুগলি নদী দিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল বলে জানা যায়। ঠিক সেই সময় অপর আরও এক পন্যবাহী জাহাজ উল্টো দিক থেকে এসে ধাক্কা মারে। এই ধাক্কা যথেষ্ট জোরালো হওয়ায় ছাই বোঝাই বাংলাদেশগামী জাহাজটির ( Bangladeshi Ship ) বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। জাহাজের ভেতরে জল ঢুকতে শুরু করলে ধীরে ধীরে জাহাজটি ডুবে যায় হুগলি নদীর মধ্যে।
ডুবন্ত জাহাজে থাকা সকলেই প্রাণভয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে সাহায্যের কাজে এগিয়ে আসেন আশপাশে থাকা ছোট নৌকার মৎস্যজীবীরা ( Fisher Man) । স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশি ওই জাহাজটির নাম এম ভি রাফসান হাবিব -৩। মূলত পুলিশের অনুমান , ভোরের দিকে ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতার অভাবে এই দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশি জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মাল ভর্তি থাকায় সেটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। শনিবার কলকাতার খিদিরপুর বন্দর থেকে ছাই নিয়ে হুগলি নদীর পথ ধরে নামখানা হয়ে তারপর বাংলাদেশে যাওয়ার কথা ছিল বলে জানান জাহাজের এক কর্মী।
এই জাহাজের মুখোমুখি ধাক্কার খবর শুনে সেখানে কুলপি থানার পুলিশ এসে উপস্থিত হয় । তাদের তরফ থেকেই ডুবন্ত পণ্যবাহী ওই জাহাজটিকে উদ্ধার করার কাজ শুরু হয় । শেষ পাওয়া খবর অনুযায়ী , হুগলি নদী থেকে ওই ডুবন্ত জাহাজটিকে তোলার জন্য আরও দুটি জাহাজ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম