।। প্রথম কলকাতা ।।
Reserve Bank Of India: ব্যাঙ্ক(Bank) মানেই সেখান থেকে টাকা লেনদেন হবে। গ্রাহকরা নিশ্চিন্তে সেখানে টাকা জমা রাখেন এবং প্রয়োজন মত টাকা তোলেন। তবে এমন পাঁচ ব্যাঙ্ক রয়েছে যেখান থেকে এবার গ্রাহকরা আর টাকা তুলতে পারবেন না। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank Of India) কিছু নির্দেশিকা জারি করেছে। কেন ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবে না তার নেপথ্যে রয়েছে বেশ কতগুলি কারণ। আপনার যদি এই ব্যাঙ্ক গুলোতে অ্যাকাউন্ট(Bank Account) থাকে তাহলে সাবধান। জেনে নিন কিছু বিশেষ নিয়ম।
‘Zee News’ এ প্রকাশিত তথ্য অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্কগুলির বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ৫টি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে RBI। এখন এই ৫টি ব্যাঙ্কের গ্রাহকরা টাকা তুলতে পারবেন না। এর পাশাপাশি এসব ব্যাঙ্কের ওপর আরো অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূলত ব্যাঙ্কগুলির অবনতিশীল অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে, আরবিআই কিছু বিধিনিষেধ আরোপ করেছে।
RBI-এর জারি করা বিবৃতি অনুসারে, এই ব্যাঙ্কগুলির উপর আগামী ৬ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে।ব্যাঙ্কের গ্রাহকরা পরবর্তী ৬ মাস টাকা তুলতে পারবেন না। এর সাথে, এই ব্যাঙ্কগুলি আরবিআইকে পূর্বে তথ্য না দিয়ে ঋণ অনুমোদন করতে পারবে না, অর্থাৎ কোনও ধরণের বিনিয়োগ করতে পারবে না। এর পাশাপাশি কোনো ধরনের সম্পত্তি লেনদেন করা যাবে না। এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এইচসিবিএল সহকারী ব্যাঙ্ক, লখনউ (উত্তরপ্রদেশ), আদর্শ মহিলা নগরী সহকারী ব্যাঙ্ক লিমিটেড, ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), শিমশা সহকারি ব্যাঙ্ক রেগুলার, মাদ্দুর, মান্ডা (কর্নাটক) এর বর্তমান নগদ অবস্থানের কারণে, এইগুলির গ্রাহকরা ব্যাঙ্কগুলি তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না৷ আরবিআই জানিয়েছে, এই পাঁচটি সমবায় ব্যাঙ্কের যোগ্য আমানতকারীরা আমানত বীমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আমানত বীমা দাবির পরিমাণ পাওয়ার অধিকারী হবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম