।। প্রথম কলকাতা ।।
OnePlus Nord N20 SE: সবচেয়ে কম দামি OnePlus স্মার্টফোনে এবার পাওয়া যাচ্ছে ভারতে। ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট OnePlus 11 লঞ্চ হওয়ার আগেই সুখবর ভারতীয় গ্রাহকদের জন্য। চলতি বছর অগাস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয় OnePlus Nord N20 SE। সেইসময় স্পষ্ট ছিল না ভারতে এটি লঞ্চ হবে কিনা! আর হলেও তার দিনক্ষণ কিছু জানায়নি সংস্থা।
তবে সব জল্পনার ইতি ঘটিয়ে আন-অফিসিয়ালি ফ্লিপকার্ট (Flipkart) ও অ্যামাজনে (Amazon) তালিকাভুক্ত হল এই স্মার্টফোন। এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 14,990 টাকা। যেখানে 4GB Ram ও 64GB ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। এ ছাড়া আর কি কি বিশেষ ফিচার রয়েছে স্মার্টফোনের চলুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন : সুপার ফাস্ট চার্জিং ও দারুণ ক্যামেরা নিয়ে আসছে OnePlus 11, ইন্টারনেটে ফাঁস হল ফিচার্স
OnePlus Nord N20 SE স্মার্টফোনের ফিচার
এটি OnePlus এর একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন বা বেস মডেল বলা চলে। এতে ডিসপ্লে রয়েছে 6.57 ইঞ্চি পাঞ্চ-হোল কাটআউট, 1612×720 রেজোলিউশন। LCL প্যানেল ও 60hz রিফ্রেস রেটের সুবিধা মিলবে। প্রসেসর রয়েছে MediaTek Helio G35। ক্যামেরার ক্ষেত্রে উপস্থিত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে।
সামনে সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এটির ব্যাটারি ক্যাপাসিটি 5,000mAh এবং 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম OxygenOS 12 এর উপর ভিত্তি করে পরিচালিত হবে স্মার্টফোনটি। কানেক্টিভিটির ক্ষেত্রে 4G VOTE, 4G, 3G ইত্যাদি বিকল্প পাওয়া যাবে।
নিরাপত্তার জন্য সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত। যুক্তরাষ্ট্রে এটি সেলেস্টিয়াল ব্ল্যাক এবং ব্লু ওয়েসিস রঙে লঞ্চ করা হয়েছিল। ভারতেও এই দুই রঙের ভ্যারিয়েন্টেই কিনতে পারবেন স্মার্টফোনটি।