।। প্রথম কলকাতা ।।
Zomato Everyday: কাজের সূত্র যাদের বাড়ি থেকে দূরে থাকতে হয় তাদের কাছে বাড়ির খাবারের স্বাদ যেকোনো রেস্তোরাঁর খাবারের থেকেও অনেকটা বেশি। কিছুটা ব্যস্ততার কারণে আর কিছুটা বাধ্য হয়েই বাড়ি থেকে যারা দূরে থাকেন তাদেরকে রোজ বাইরের খাবারের উপর ভরসা করে থাকতে হয়। প্রথম প্রথম যদিও বা বাইরের খাবার খেতে ভালোই লাগে কিন্তু একটা সময় পরে রেস্তোরাঁর ভালো খাবারেও মুখে অরুচি চলে আসে। তার ওপর বাড়তি পাওনা হল অসুস্থতা। কিন্তু এবার তাদের জন্য জম্যাটো (Zomato) এক দারুণ পরিষেবা শুরু করতে চলেছে। অনলাইনেই মিলবে বাড়ির খাবার । যার ন্যূনতম দাম মাত্র ৮৯ টাকা।
সম্প্রতি অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জম্যাটোর তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে তাঁরা বাড়ির স্বাদের খাবার অত্যন্ত কম দামে পৌঁছে দেবেন আপনার দরজায়। অবশ্যই সেটা কোন রেস্তোরাঁ শেফ রান্না করবেন না। সেটি তৈরি হবে হোম কুকদের তত্ত্বাবধানে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘জম্যাটো এভরি ডে’ (Zomato Everyday)। জম্যাটোর তরফ থেকে ১০ মিনিটে খাবার ডেলিভারি করার পরিষেবা আনা হয়েছিল বেশ কিছুদিন পূর্বে। কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ডেলিভারি এজেন্টরা খাবার ডেলিভারি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারেন। এই সম্ভাবনাকে কেন্দ্র করে খাবার ডেলিভারি সংস্থার নতুন উদ্যোগ যথেষ্ট সমালোচনার মুখে পড়ে।
পরবর্তীতে জম্যাটোকে তার ১০ মিনিটে ডেলিভারি (10 minutes Delivery) পরিষেবা বন্ধ করে দিতে হয় এবং সেই পরিষেবার বদলেই চালু করা হয় জম্যাটো এভরি ডে। আপাতত এই পরিষেবার শুধুমাত্র গুরুগ্রামের নির্দিষ্ট কিছু এলাকাতে পাওয়া যাবে । কিন্তু পরবর্তীতে দেশ জুড়েই এই পরিষেবা চালু করবে খাবার ডেলিভারি সংস্থাটি। জম্যাটোর তরফ থেকে একটি ব্লগ পোস্ট করা হয় । আর সেখানে বলা হয়, তাদের ফুড পার্টনাররা যারা ঘরে রান্না করেন তাদের মিলিত উদ্যোগে এই পরিষেবা চালু হতে চলেছে। বাড়িতে যেমন মায়েরা যত্ন করে রান্না করে দেন ঠিক তেমন ভাবেই এই খাবারগুলিও রান্না করা হবে । আর অল্প সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে গ্রাহকের কাছে।
হোম শেফদের (Home chef) রান্না সুস্বাদু যে হবে তা বলাই বাহুল্য। এছাড়াও মানে উন্নত হবে এমনটাই দাবি করেছে ওই ফুড ডেলিভারি সংস্থা। zomato অ্যাপে থাকবে নির্দিষ্ট মেনু। আর সেই মেনুর মাধ্যমে ইচ্ছামত খাবার গ্রাহকরা অর্ডার করতে পারেন। তিনি খাবারে কতটা নুন ঝাল চাইছেন সেটা পর্যন্ত জানিয়ে দিতে পারেন। আর যদি গ্রাহকের জম্যাটো গোল্ড পরিষেবা থাকে তাহলে তাকে কোনরকম ডেলিভারি ফিও দিতে হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম