।। প্রথম কলকাতা ।।
Paper Ticket: ফিরে আসছে সেই পুরনো স্মৃতি। এবার আর স্মার্ট কার্ড কিংবা টোকেন ব্যবহার করে মেট্রোপথে যাত্রা নয়, জোকা থেকে তারাতলা মেট্রোর যে কোন স্টপেজে যেতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে সেই আগের মতই কাগজের টিকিট। আপাতত মেট্রো স্টেশনের স্মার্ট গেট গুলি এসে পৌঁছায়নি। কিন্তু রেলওয়ে সেফটির তরফ থেকে যাত্রী পরিষেবার অনুমতি মিলেছে। তাই দেরি না করে কাগজের টিকিটের মাধ্যমেই শুরু করা হচ্ছে জোকা টু তারাতলা মেট্রো পরিষেবা।
মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট ছয়টি স্টেশন রয়েছে। সবগুলিতেই বসবে স্মার্ট গেট। কিন্তু সেই গেট তৈরি হচ্ছে কোরিয়াতে। এখনও পর্যন্ত তা জাহাজেই ওঠেনি। সে গেট গুলি দেশে এসে পৌঁছবে তারপর বিভিন্ন স্টেশনে তা ইন্সটল করা হবে এবং পরবর্তীতে বিদেশ থেকেই আনা হবে স্মার্ট কার্ড। তাতে অনেকটা বেশি সময় লাগবে বলে জানা গিয়েছে । তাই আপাতত পরিষেবা চালু করার জন্য সেই পুরনো ছাপানো বা কাগজের টিকিট ব্যবহার করা হবে এই কয়েকটি মেট্রো স্টেশনের জন্য।
জোকা থেকে তারাতলা মেট্রো রুটে ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা এবং বেহালা বাজার স্টপেজ আসে। ওয়ান লাইন মেট্রো বা এক পথের এই মেট্রো একবারে যেতে সময় লাগে ১০ মিনিট। তাই কুড়ি মিনিট অন্তর অন্তর মেট্রো চলাচল করবে বলে জানানো হয়েছে। এই রুটের মেট্রো চলাচলের জন্য নিয়ে আসা হচ্ছে নতুন এসি রেক। সেগুলি চলে এলেই জোকার ডিপো থেকে শুরু করে তারাতালা পর্যন্ত আবারও ট্রায়াল রান করা হবে। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে মেট্রোরেল। টিকিট কাউন্টার থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়া শুরু করার কাজ চলছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম