।। প্রথম কলকাতা ।।
রাজস্থান রয়্যালসের প্রাক্তন স্পিনার অজিত চান্দিলার নিষেধাজ্ঞা কমিয়ে সাত বছর করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ন্যায়পাল বিনীত শরণ। ২০১৩ সালের আইপিএল স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বিসিসিআই এস. শ্রীশান্ত, অঙ্কিত চ্যাভান এবং অজিত চান্দিলার উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এটি ভারতীয় ক্রিকেটে একটি বড় উত্থান ঘটায়, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। শ্রীশান্ত ও চ্যাভানের নিষেধাজ্ঞা আগেই তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্বাসন উঠে যাওয়ায় এস. শ্রীশান্তকে কেরালার হয়ে খেলতে দেখা যায়। আর অঙ্কিত চ্যাভান মুম্বাইতে তার ক্লাব দলে ফিরে আসেন।
শাস্তি কমে যাওয়ায় চান্দিলার বিসিসিআই-র আরোপিত নিষেধাজ্ঞা গত মাসের ১৮ জানুয়ারি শেষ হয়েছে এবং তিনি এখন মাঠে ফিরতে পারবেন। ২০১৭ সালে কেরালা হাইকোর্ট ২০১৩ সালের আইপিএল স্পট-ফিক্সিং কেলেঙ্কারির পরে শ্রীশান্তের উপর আরোপিত বিসিসিআই-এর আজীবন নিষেধাজ্ঞা বাতিল করে।