।। প্রথম কলকাতা ।।
WhatsApp Proxy: প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে আধুনিক হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাপন। আর তার সাথে ততটাই বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট (Internet) নির্ভর বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহার। বর্তমানে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ ছাড়া খুব সহজে সাধারণ তথ্য আদান প্রদান করার কথা হয়তো মাথাতেও আনতে পারেন না কেউ। কোন এক সময় ফোনের সিস্টেম মেসেজিং এর মাধ্যমে কথাবার্তা চলতো। তবে আজ সেটি ধুলোয় ঢাকা অতীত। মানুষের কাছে এখন সব থেকে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় মেসেজিং অ্যাপ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাট থেকে শুরু করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা এমনকি অফিসের সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ চলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই।
ছোটখাটো তথ্য থেকে শুরু করে কোন ডকুমেন্ট পাঠানো, ছবি ভিডিও শেয়ার করা, পেমেন্ট করা, ফোন করা, এমনকি ভিডিও কলের সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। তাই এই অ্যাপ্লিকেশনটি বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারী প্রত্যেক মানুষের ফোনেই খুঁজে পাওয়া যায়। কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে সবথেকে প্রয়োজনীয় বিষয়টি হল ইন্টারনেট। ওয়াই-সফাই কিংবা ফোনের ইন্টারনেট ছাড়া কোনভাবেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা পূর্বে সম্ভব হতো না। কিন্তু এখন সেটাও সম্ভব। Whatsapp এর মালিক সংস্থা মেটা তার জন্য একটি নতুন সাইট এনেছে। সেই সাইটের মাধ্যমে WhatsApp Proxy দিয়ে আপনি ইন্টারনেট ছাড়াও কানেক্ট থাকতে পারবেন।
তবে তার জন্য ল্যাপটপ, কম্পিউটার এবং তার সঙ্গে ইন্টারনেট কানেকশন থাকা জরুরী। কম্পিউটারে মাইক্রোসফট স্টোর থেকে নতুন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আর তারপর নিজের ফোনের কিউআর কোড স্ক্যান করে সেখানে লগইন করতে হবে। একবার যদি ওই অ্যাপে লগইন করা হয়ে যায় তাহলে ফোনের ইন্টারনেট না থাকলেও কম্পিউটারে খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। পূর্বেও এটি করা যেত কিন্তু ফোনের ইন্টারনেট কানেকশনে গণ্ডগোল দেখা দিলে কম্পিউটারেও তার প্রভাব পড়তো। কিন্তু এবার আর সেই অসুবিধা হবে না। প্রথম দিকে সীমিত সংখ্যক মানুষ এই ফিচারটি ব্যবহার করতে পারলেও বর্তমানে সকল Whatsapp ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
এজন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। তারপর সেটিংসে গিয়ে স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করে প্রক্সি অপশন ক্লিক করতে হবে। সেখানে প্রক্সি অ্যাড্রেস দিতে হবে । তারপরই খুব সহজে ফোনের ইন্টারনেট ছাড়াও কম্পিউটারে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম