।। প্রথম কলকাতা ।।
Cilgin Dondurmaci: তুরস্কের (Turkey) সেই বিখ্যাত ভাইরাল আইসক্রিম (Ice Cream) বিক্রেতার কথা মনে আছে? যার গানের সঙ্গে কোমর দোলালেই ফ্রিতে পাওয়া যাবে আইসক্রিম। এই গানের লেখক এবং মডেল তিনি নিজেই। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) পর সেই বিখ্যাত আইসক্রিম বিক্রেতা কিলগিন ডোনডুরমেসি (Cilgin Dondurmaci) কেমন আছেন? ভূমিকম্পের ফলে তার শহরের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সংক্রান্ত নানান ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে।
তুরস্কের এই আইসক্রিম বিক্রেতার সাথে ‘ফেলো কড়ি মাখো তেল’ কথাটা যায় না। তার কাছে ফ্রিতেই আইসক্রিম পাওয়া যায়। তবে এই স্পেশাল আইসক্রিম খেতে গেলে নাচতে হত। নেচে বিক্রেতার মন জয় করলে তবেই আইসক্রিম পাওয়া যায়। সাধারণত তুর্কি আইসক্রিম বিক্রেতারা একটু মজাদার। তারা নানান রকম খুনসুটি করে থাকেন। এসবের থেকে আবার একটু ব্যতিক্রমী তুরস্কের অ্যান্টালিয়ার আইসক্রিম বিক্রেতা কিলগিন ডোনডুরমেসি। খুব বেশিদিন হয়নি, মাত্র কয়েক মাস আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় বিনোদনের ঝড় তুলেছেন। তাকে বলা হয় ক্রেজি আইসক্রিমওয়ালা। তুরস্কের এই আইসক্রিমওয়ালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কৌতুহল ছিল তুঙ্গে।
ইউটিউব, ফেসবুক, টুইটার সর্বত্রই তার নাম রয়েছে কিলগিন ডোনডুরমেসি। তুর্কি ভাষায় কিলগিন কথার অর্থ ক্রেজি, ডোনডুরমেসি কথার অর্থ আইসক্রিম। এই আইসক্রিমওয়ালার ফেসবুকের ফলোয়ার্সের সংখ্যা প্রায় দেড় মিলিয়ন। ইউটিউবে ফলোয়ার্সের সংখ্যা প্রায় সাড়ে তিন মিলিয়নের কাছে। আসল নাম মেহমেত দ্বীন। জন্ম ১৯৮২ সালে। ছোট থেকেই তার নাচ গানের বেশ শখ ছিল। মাত্র ১৬ বছর বয়সে শহর ছেড়ে সাইপ্রাসে চলে যান। তারপর ২০০৫ সালে শহরে ফিরে এসে একটি কেক শপে কাজ শুরু করেন। নিজের চেষ্টাতেই খুলে ফেলেন একটি আইসক্রিমের দোকান। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে গোটা বিশ্বজুড়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেন। বাচ্চা থেকে বুড়ো সবাই তার আইসক্রিমের প্রেমে পাগল। তিনি নিজেই ভাইরাল গানটি লিখেছেন, গেয়েছেন এবং মডেলিং করেছেন।
৬ই ফেব্রুয়ারি সোমবার ভোররাতে হওয়া কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ওলটপালট হয়ে গিয়েছে লক্ষ লক্ষ তুরস্কবাসীর জীবন। সেই তালিকায় রয়েছে মেহমেত দ্বীন। সৌভাগ্য বদলে দুর্ভাগ্যে পরিণত হতে কয়েক সেকেন্ড সময় লাগে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে মেহমেত দ্বীনের নানান ভিডিও। ভূমিকম্পে বিধ্বস্ত তার শহর। শহরবাসীর জন্য তাকে নানান ভিডিওতে প্রার্থনা করতে দেখা গিয়েছে। বিষন্ন মুখে বসে রয়েছেন ধ্বংসস্তূপের মাঝে। চারিদিকে সাজানো গোছানো বিল্ডিং গুলো ধূলিসাৎ হয়ে গিয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম