।। প্রথম কলকাতা ।।
Arijit Singh: ইকোপার্কের বদলে গতকাল অ্যাকোয়াটিকায় হাজির হয়েছিল আধা মহানগরবাসী। কারণ ? তিলোত্তমায় হাজির অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর কনসার্ট দেখতেই শনিবার অ্যাকোয়াটিকায় নজরে এসেছে মানুষের উপচে পড়া ভিড়। আর এদিনই বহু বিতর্কিত একটি বিষয়ে মুখ খুলেছেন গায়ক। উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিতের থেকে গান শোনার আবদার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাতেই অত্যন্ত জনপ্রিয় গান ‘রং দে তু মোহে গেরুয়া’ গেয়েছিলেন শিল্পী। তিনি কোনও কিছু না ভেবেই সেদিন গানটি মঞ্চে উঠে গিয়েছিলেন। কিন্তু তাই নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। সেই বিতর্কের জবাব কলকাতায় (Kolkata) গাইতে এসে দিলেন অরিজিৎ। কী বলেছেন গায়ক?
শনিবার সন্ধ্যায় মঞ্চে উঠে ফের ‘গেরুয়া’ (Gerua) গেয়েছেন অরিজিৎ। তারপরই গত ২ মাস ধরে চলতে থাকা বিতর্ক নিয়ে কথা বলেছেন তিনি? মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘আরে এই গানটা নিয়ে খামোকা এত বিতর্ক কেন, কে জানে। গেরুয়া তো সন্ন্যাসীদের রঙ। স্বামী বিবেকানন্দও গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন, তাহলে কি এতো বিতর্ক হত?’ এদিন তাঁর কথাতে সেখানে উপস্থিত থাকা সকলেই হেসে গড়াগড়ি খেয়েছেন। তবে গেরুয়া ছাড়াও শ্রোতাদের জন্য মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের (Hemanta Mukherjee) গান করেছেন তিনি। কনসার্ট (Arijit Singh Concert) দেখতে তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী, রূপম ইসলাম (Rupam Islam) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এমনকি অরিজিৎ-এর সঙ্গে গলা মেলাতে দেখা গিয়েছে রূপম ইসলামকে।
গতকাল কনসার্টে অরিজিৎ আর রূপম ইসলাম একসঙ্গে গেয়েছেন ‘এই একলা ঘর আমার দেশ’। এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থেকেছে সবাই। সেই মুহূর্ত লেন্সবন্দি করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেড়েছেন রূপম । অরিজিৎকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘আমাদের সামনাসামনি দেখা হল গানে গানে। এর চেয়ে ভালো আর কী হতে পারত! গোটা অনুষ্ঠানটা দুর্দান্ত ছিল, দারুণ উপভোগ করেছি’। এদিকে কনসার্টে ‘গেরুয়া’ নিয়ে অরিজিৎ-এর বলা কথা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম