।। প্রথম কলকাতা ।।
Somvati Amavasya 2023: হিন্দু ধর্মে অমাবস্যা এবং পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। যতগুলি অমাবস্যা রয়েছে তার মধ্যে বিশেষ মাহাত্ম্য রয়েছে আবার সোমবতী অমাবস্যার (Somvati Amavasya)। কথিত আছে যে ব্যক্তি এই অমাবস্যার সঠিক তিথিতে স্নান এবং দান করেন তার মোক্ষ লাভের পথ সুগম হয়। পাশাপাশি লাভ করেন পূর্বপুরুষদের আশীর্বাদ। ২০২৩ এর ফেব্রুয়ারির সোমবতী অমাবস্যা একটু বিশেষ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই অমাবস্যা তিথিতে তৈরি হচ্ছে একাধিক শুভযোগ। ফাল্গুন অমাবস্যায় শিব যোগের পাশাপাশি পাবেন গৌরী যোগ।
সোমবতী অমাবস্যার সময়
পঞ্চাঙ্গ অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি ১৯শে ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টে ১৮ মিনিট থেকে ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত থাকবে। অমাবস্যা তিথি মানা হবে ২০ ফেব্রুয়ারি, সোমবার (Monday)। কারণ এই দিন অমাবস্যা তিথির সূর্যোদয় হবে। পাশাপাশি গঠিত হবে বেশ কয়েকটি শুভ যোগ। পঞ্চাঙ্গ অনুযায়ী, সোমবার ধনীষ্ঠা নক্ষত্র যোগ থাকবে সকাল ১১ টা ৪৬ মিনিট পর্যন্ত। পিন্ড দানের শুভ সময় সকাল ৬টা ৫৭ মিনিট থেকে সকাল ৮টা২১ মিনিট পর্যন্ত এবং ৯টা ৪৪ মিনিট থেকে ১১টা ১১ মিনিট পর্যন্ত। ২০২৩ এ তিনটি সোমবতী অমাবস্যা পাবেন। তার মধ্যে একটি ২০শে ফেব্রুয়ারি, দ্বিতীয়টি ১৭ই জুলাই এবং তৃতীয় আর শেষ সোমবতী অমাবস্যা পড়বে ১৩ই নভেম্বর।
শুভ ফল পেতে কী করবেন?
(১) কথিত আছে, দাম্পত্য জীবনের সমস্যা দূর করার মোক্ষম সময় সোমবতী অমাবস্যা। শিব-পার্বতী পূজার এই বিশেষ দিনে কোন বিবাহিত মহিলা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন।
(২) সোমবতী অমাবস্যার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে কালসর্প দোষ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিন শুভ সময়ে স্নান এবং দান করলে পিতৃদোষ ও কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি পূর্বপুরুষের কৃপায় সুখ সমৃদ্ধিতে ভরে উঠে সংসার। এই দিন অর্থ সংকট দূর করতে এবং পিতৃপুরুষদের খুশি করতে একটি অশ্বথ গাছ পুঁততে পারেন।
(৩) এই দিন ভুলেও পূর্বপুরুষের অসম্মান করবেন না। চেষ্টা করবেন গরু, কাক, কুকুর কিংবা কোন অবলা প্রাণীকে খাবার খাওয়াতে। বিশ্বাস করা হয়, এর ফলে পিতৃপুরুষরা সেই অন্নের অংশ পেয়ে থাকেন। এই দিন ভুলেও কোনো জীবকে কষ্ট দেওয়া উচিত নয়।
(৪) এই দিন জলে তিল রেখে পূর্বপুরুষের নামে দক্ষিণ দিকে তর্পণ করবেন। পাশাপাশি পিতৃপুরুষদের উদ্দেশ্যে পাঠ করতে হবে গীতার সপ্তম অধ্যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম