।। প্রথম কলকাতা ।।
ভারতের ব্যাটার বিরাট কোহলি ক্যারিয়ারে আরেকটি ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫,০০০ রান করার রেকর্ড গড়লেন। নয়াদিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এই নজির গড়েন প্রাক্তন ভারত অধিনায়ক। কোহলি তার আদর্শ মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন, যিনি ৫৭৭ ম্যাচে মাইলফলক অতিক্রম করেছিলেন। কোহলি ৫৪৯ আন্তর্জাতিক ম্যাচে মাইলফলক অতিক্রম করেছেন।
𝐌𝐢𝐥𝐞𝐬𝐭𝐨𝐧𝐞 𝐔𝐧𝐥𝐨𝐜𝐤𝐞𝐝! 🔓
Congratulations @imVkohli on reaching 2️⃣5️⃣0️⃣0️⃣0️⃣ international runs in international cricket! 🫡
Simply sensational 👏🏻👏🏻#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/Ka4XklrKNA
— BCCI (@BCCI) February 19, 2023
বিরাট ও শচীনের পরেই রিকি পন্টিং (৫৮৮), জ্যাক ক্যালিস (৫৯৪), কুমার সাঙ্গাকারা (৬০৮) এবং মাহেলা জয়াবর্ধনে (৭০১)। সামগ্রিকভাবে, শচীন টেন্ডুলকারের পর কোহলি ষষ্ঠ ব্যাটার এবং দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ২৫,০০০ আন্তর্জাতিক রান স্পর্শ করেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি ১০৫ টেস্টে ৮,১৩১ রান করেছেন। যার মধ্যে রয়েছে ২৭ সেঞ্চুরি। ১১৫ টি-টোয়েন্টি ম্যাচে একটি শতরান সহ ৪,০০৮ রান করেছেন তিনি। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১১,০০০ রান তারই দখলে।