৷৷ প্রথম কলকাতা ৷৷
Iran india: ইরান ভারতের সম্পর্কে সুক্ষ্ম চির! ইরানের বিদেশমন্ত্রী সোজাসুজি বাতিল করে দিলেন ভারত সফর, কিন্তু কেন? নয়া দিল্লির ওপর রোষ বাড়ছে রাইসি সরকারের! রাশিয়া থেকে সস্তা তেল কেনায় বড় লস আর এবার ময়দানে ইরান৷ ভারত- ইরানের অর্থনৈতিক সম্পর্ক ভারতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ তা সত্ত্বেও ভারত এমন কি করে দিল যে রীতিমত চটে গেল তেহেরান? প্রভাব সরাসরি কূটনৈতিক স্তরে৷ আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়ছে প্রতিমূহুর্তে৷ না ইরান বোধহয় এতটা বোকা নয় যে অন্যের বিদেশনীতিতে নাক গলাবে৷
ইরানের বিদেশমন্ত্রী আবদোল্লাহিঁয়ার ভারতে আসার কথা ছিল৷ যোগ দেওয়ার কথা ছিল ‘রাইসিনা ডায়লগ’-এ৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে, ইরানের রাইসি সরকার স্পষ্ট জানিয়ে দিল বিদেশমন্ত্রী ভারত সফরে যাবেন না৷ কারণ জানাতে কোনও রাখঢাক করা হয়নি৷ তবে ভারত আপোস করল না৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি৷ বিদেশ মন্ত্রকের সঙ্গে ‘রাইসিনা ডায়লগ’ অনুষ্ঠানটির যৌথ উদ্যোক্তা ‘অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন’ (ওআরএফ)৷ ওই অনুষ্ঠানের জন্য একটি প্রচার ভিডিয়ো তৈরি করা হয়৷ ইরানের চটে যাওয়ার কারণ এই ভিডিওই৷ ওই ভিডিয়োয় একটি ছবি ব্যবহার করা হয়েছে, যেখানে একজন মহিলা ইরানের সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদস্বরূপ নিজের চুল কাটছেন। ওই ছবিতেই একটি অংশে ইরানের প্রেসি়ডেন্ট ইব্রাহিম রাইসির ছবিও রয়েছে।
সেই হিজাব বিতর্ক, মাহসা আমিনি মৃত্যু, প্রতিবাদ স্বরূপ৷ একজন মহিলা ইরানের সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদস্বরূপ নিজের চুল কাটছেন৷ ইরানের তীব্র আপত্তি এই ছবি সরিয়ে ফেলতে হবে এই ভিডিও থেকে৷ কিন্তু প্রশ্ন হল কেন এই ছবি ব্যবহার করা হল ভিডিওতে৷ ভারত কি এতটাও বোকামির কাজ করবে যে ইরানের এত সেনসিটিভ ইস্যুকে ফোকাস করবে দুনিয়ার সামনে৷ মনে করে দেখুন, ভারত কিন্তু ইরানের তুমুল প্রতিবাদ নিয়ে একটি বাক্যও উচ্চারণ করেনি৷ এমনকি ইরানে সরকারি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটিতে বিরত থাকে ভারত৷ তাহলে?
ওআরএফ বলছে এই ভিডিওতে ইরানকে একেবারেই ফোকাস করা হয়নি৷ রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে৷ জিও পলিটিক্সে বড় ঘটনা উল্লেখ করা হয়েছে ভিডিওতে সেখানে তো ইরানের এত অসুবিধা থাকা উচিত নয়৷ কিন্তু তেহেরান কোনও আপসে যেতে রাজী নয়৷ ইরান একবার বিগড়ে গেলে ভারতের ওপর এবার কত বড় প্রভাব পড়তে পারে? ইরান ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রুড অয়েল সরবরাহকারী দেশ৷ এদিকে ইরানের গ্যাস ও তেলে ভারত সবথকে বড় বিদেশি বিনিয়োগকারী দেশ৷ বাদ দিন ওসব, চাবাহার বন্দর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভারত-ইরান সম্পর্কে৷ ইরানিয়ান বন্দরের সঙ্গে যুক্ত ৫৬০ কিমির রেলপথ যা আফগানিস্তানে আয়রন ওর মাইনের সঙ্গে সংযুক্ত ভারত প্রচুর টাকা বিনিয়োগ করেছে এই প্রজেক্টে৷
আজকের নয় কয়েকদশকে ইরানের সঙ্গে মজবুত সম্পর্ক ভারতের৷ কিন্তু তা সত্ত্বেও ভারত বা ওআরএফ কেন ওই ভিজ্যুয়াল সরালো না তাদের ভিডিও থেকে৷ এখানে আপনাকে দেখতে হবে ওআরএফ এই সংগঠনকে টাকা দেয় কে? এর মানে এই সংগঠনের মূলত কারা বিনিয়োগ করে৷ ওআরএফ এক্ষেত্রে কোনও রাখঢাক করে না৷ ওয়েবসাইটে গেলে পরিস্কার দেখা যায় ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ফান্ড দেয় ওআরএফকে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক আদায় কাঁচকলায়৷ মাঝখানে পড়ে গেল ভারত৷ তবে এক্ষেত্রে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান কিন্তু এক্ষেত্রে একটা বোকা বোকা সিদ্ধান্তই নিল৷ ভারত সরকার এ নিয়ে মারাত্মক সমঝে বুঝে পরবর্তী স্টেপ নেবে৷ তবে ইরানের এই সিদ্ধান্ত হটকারিতা হয়ে গেল না তো? নাকি জেনেবুঝেই ভারতের সঙ্গে এমন পরিস্থিতি তৈরি করল রাইসি সরকার৷ অবশ্য কেন? তার উত্তর খুঁজছে কূটনৈতিক মহলও৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম