।। প্রথম কলকাতা ।।
Subhashree Ganguly: পর্দায় তারকাদের আমরা বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখি। কখনও একজন কম বয়সী তারকাকে বেশি বয়সী একজনের চরিত্রে আমরা রুপোলি পর্দায় দেখতে পাই। কখনও আবার তার উল্টোটা হয়। কিন্তু একজন ৩২ বছরের মানুষ হঠাৎ করে বুড়ো বা বুড়ি হয়ে যাচ্ছেন কী করে? তার পেছনে কার হাত রয়েছে? কার কারুকার্যে এটা সম্ভব হচ্ছে? আগামী সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ (Indubala Bhater Hotel) একজন থুরথুরে বুড়ির ভূমিকায় ধরা দেবেন শুভশ্রী। শুধু তাঁর মুখে-চোখেই নয় বয়সের ছাপ ধরা দেবে তাঁর হাত-পাতেও। কীভাবে প্রস্থেটিক মেকআপের সাহায্যে একটা মানুষকে এই ধরনের রূপ দেওয়া যায়, তা দেখা যাবে এই ওয়েব সিরিজে। এর আগেও বহু সিনেমা, ওয়েব সিরিজে প্রস্থেটিক মেকআপের ব্যবহার হয়েছে। এবার সেরকমই মেকআপের সাহায্য নিয়ে বৃদ্ধার ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আগামী মাসের ৮ তারিখ ‘হইচই’তে (Hoichoi) মুক্তি পেতে চলেছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। অভিনেত্রীর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। একাধিক ছবিতে তাঁর বয়স্কালুক সিরিজের প্রতি ভক্তদের আরও উৎসাহিত করে তুলেছে। কিন্তু সিরিজের জন্য ৩২ থেকে তাঁকে ৭৫ করে তোলার পেছনে যে মানুষটির হাত রয়েছে, তাঁকে প্রকাশ্যে এনেছেন শুভশ্রী (Subhashree Ganguly)। কারণ তাঁর হাতের ছোঁয়া ছাড়া এই সিরিজটা করা ছিল অসম্ভব। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রাজ-পত্নী। কল্লোল লাহিড়ীর এই জনপ্রিয় উপন্যাসে তিনি কীভাবে শুভশ্রী থেকে ইন্দুবালা হয়ে উঠেছেন, তারই ঝলক রয়েছে ভিডিওয়। বলতে গেলে, কেরিয়ার যখন মধ্য গগনে তখন একটা চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘বৌদি ক্যান্টিন’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার এক অন্য ভূমিকায় সকলের সামনে আসছেন নায়িকা। আর তার এই রূপ পর্দার সামনে তুলে ধরতে নেপথ্যে যিনি রয়েছেন, তাঁর নাম সোমনাথ কুন্ডু। বাংলা বিনোদনের দুনিয়ায় একমাত্র প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট তিনিই। এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose), গার্গী রায়চৌধুরীকে (Gargee Roychowdhury) মহাশ্বেতা দেবী বানিয়েছেন এই ব্যক্তিত্ব।
এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয় দিয়ে শুভশ্রী বলেন, ‘হায়, আমি ইন্দুবালা। আমরা ইন্দুবালা ভাতের হোটেলের আজকের শ্যুটিং করছি। আমার এই ৭৫ বছরের লুক বাংলা ইন্ডাস্ট্রিতে থাকা সেই একজন মেকআপ আর্টিস্টেরই করা। তিনি হলেন সোমনাথ কুন্ডু’। গোটা ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে শুভশ্রী হয়ে উঠেছেন ইন্দুবালা। তাঁর মেকআপের সেই মুহূর্ত ফুটে উঠেছে ভিডিওতে। মেকআপের কারণে চামড়া কুচকে গিয়েছে, তাঁর চোখে মোটা ফ্রেমের চশমা। বদলে গিয়েছে হাব-ভাব।
এখন এই নতুন ভূমিকায় তাঁর অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন দর্শকবৃন্দ। সব সময় নিজের কাজ দিয়ে সকলকে অবাক করেছেন তিনি। কখনও আর পাঁচটা সাধারণ নারীর চরিত্রে ধরা দিয়েছেন পর্দায়, কখনও আবার একদম অন্য ভূমিকায় নজরে এসেছেন। আর তাঁর প্রতিটি রূপকেই সাদরে গ্রহণ করেছেন অনুরাগীরা। এদিন তাঁর পোস্ট করা ভিডিওয় বয়ে গিয়েছে কমেন্টের বন্যা। ‘টলি অনলাইন’-এর পক্ষ থেকে তাঁর ভিডিওয় বলা হয়েছে, ‘ইন্দুবালার চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জকে কুর্নিশ জানাই’। অন্যদিকে একজন নেট নাগরিক মন্তব্য করেছেন, আগে দেখার জন্য অপেক্ষায় রয়েছি। তাঁর সকল ভক্তরাই তাঁকে ইন্দুবালার জন্য ভালোবাসা দিয়েছেন।
View this post on Instagram
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম