।। প্রথম কলকাতা ।।
বর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচে ব্যর্থ হলেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। এদিন ভারতের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন তিনি। ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলার মাইলস্টোন গড়েছিলেন পূজারা। দিল্লির কোটলায় ১৯ ওভারের লিয়নের চতুর্থ বলে এলবিডব্লিউ আউট হন ভারতীয় ব্যাটার। ওই ওভারের দ্বিতীয় বলেই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে ভারতীয় শিবিরে বড় আঘাত হানেন অজি স্পিনার।
দিলীপ ভেঙ্গসরকার, অ্যালান বর্ডার, কোর্টনি ওয়ালশ, মার্ক টেলর, স্টিফেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম এবং অ্যালিস্টার কুকের পর পূজারা তার ১০০তম টেস্ট ম্যাচে অষ্টম খেলোয়াড় হিসেবে ডাক আউট হন। ম্যাচের প্রথম দিনে পূজারাকে তার ১০০তম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় ও অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা গার্ড অফ অনার প্রদান করেন। ম্যাচের আগে কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার ১০০তম টেস্ট ক্যাপটি ৩৫ বছর বয়সী ভারতীয় ব্যাটারকে উপহার দিয়েছিলেন।