।। প্রথম কলকাতা ।।
State Budget 2023: পশ্চিমবঙ্গে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন চলতি বছরেই ঘোষিত হবে, এমনটা সম্ভাবনা রয়েছে। আর ২০২২ আসতেই লোকসভা নির্বাচন নিয়ে শুরু হবে প্রস্তুতিপর্ব। এমন পরিস্থিতিতে বুধবার রাজ্য বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চলতি বছরের রাজ্য বাজেট (State Budget) কেমন হবে? কী কী ক্ষেত্র স্বস্তি পাওয়া যাবে? কোন কোন ক্ষেত্রে সাধারণ রাজ্যবাসী সুবিধা পাবেন এবং কোন ক্ষেত্রে তাদের চাপ সৃষ্টি হবে এই সমস্ত জানার জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা। বিধানসভায় বুধবার দুপুর দুটো থেকে বাজেট পেশ শুরু হয়। অর্থমন্ত্রী জানান, এবারে বাংলায় জিডিপি প্রবৃদ্ধি হবে ৮.৪১ শতাংশ হারে।
বাজেট পেশের শুরুতেই একথা জানান অর্থমন্ত্রী (Finance Minister)। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান থেকে শুরু করে গ্রামীণ আবাস প্রকল্পে রাজ্য দেশের মধ্যে শীর্ষে রয়েছে এমনটাও জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কৃষি ক্ষেত্রের প্রসঙ্গে তিনি বলেন, শস্য বিমা চালু করার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। রাজ্যে ডাল তৈলবীজ উৎপাদনে ব্যবহৃত জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে রাজ্য বাজেট পেশে অর্থমন্ত্রী জানান, স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেট ছাড় মিলবে আরো বেশ কিছুদিনের জন্য। পূর্বে স্ট্যাম্প ডিউটিতে দুই শতাংশ এবং সার্কেল রেটে দশ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে। সেটা ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর ছিল। কিন্তু এদিন অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তার মেয়াদ আরো ছয় মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। চলতি অর্ধবর্ষে রাজ্যের জিএসটির রাজস্ব বেড়েছে প্রায় ২৪ .৪৬ শতাংশ। যা ভারতের মধ্যে গড়ে অনেকটাই বেশি বলে জানানো হয়েছে।
বিগত অর্থ বর্ষের বাজেটে যেহেতু একাধিক ছাড়া দিয়েছিল রাজ্য সরকার তার জন্য রাজ্যের বিভিন্ন ক্ষেত্র লাভবান হয়েছে। গ্রামীণ ক্ষেত্রে প্রায় ১৩ হাজার ৬৬০ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে এমনটাই এবারের বাজেট পেশে জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের শিল্পক্ষেত্র উন্নতি দেখা গিয়েছে। বানতলা চর্ম শিল্প প্রকল্পে ইতিমধ্যেই বহু মানুষ চাকরি পেয়েছে বলে জানান তিনি। যারা চাকরি পেয়েছে তাদের সংখ্যা প্রায় তিন লাখের কাছাকাছি। সেখানে আরো ২.২৬ লক্ষ চাকরি প্রার্থীদের চাকরি হতে চলেছে এমনটাই আশ্বাস দিলেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম