।। প্রথম কলকাতা ।।
আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচে মাঠে নামলেই ভারতীয় ক্রিকেটারদের একটি অভিজাত তালিকায় যোগ দেবেন চেতেশ্বর পূজারা। চেতেশ্বর পূজারা ১৩তম ভারতীয় ক্রিকেটার যিনি ১০০ টেস্ট ম্যাচ খেলতে চলেছেন। ঘটনাক্রমে, তিনি শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১০ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বেঙ্গালুরুতে টেস্ট অভিষেক হয় পূজারার।
অভিষেকের পর থেকে, চেতেশ্বর পূজারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন। গড়েছেন একাধিক রেকর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ টেস্টে পূজারা ৫২.৭৭ গড়ে ১৯০০ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৫ শতরান এবং ১০ অর্ধশতরান। ২০১৮-১৯ মরসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে চেতেশ্বর পূজারা ৪ টেস্ট ম্যাচে ৫২১ রান নিয়ে ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষে ছিলেন।
আর এবার টেস্ট অঙ্গনে ভারতের চরম প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একটি অসামান্য রেকর্ড গড়তে চলেছেন পূজারা। বর্তমান দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন পূজারা। ২০২২ সালের মার্চ মাসে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি।