।। প্রথম কলকাতা ।।
Valentine’s Day 2023: প্রেমের সপ্তাহ একেবারে শেষের মুখে। সেই রোজ ডে থেকে শুরু করে চকলেট দেওয়া, কখনও উপহার হিসেবে একটা জায়েন্ট সাইজের টেডি বিয়ার, আবার কখনও সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি। সব মিলিয়ে ধাপে ধাপে এগিয়ে এসেছে ভালোবাসার অধ্যায়। আগামীকাল সেই মাহেন্দ্রক্ষন। ১৪ ফেব্রুয়ারি Valentine’s day ভালবাসার দিন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নেওয়ার দিন। অনেকেই এই দিনটি শহরের নামিদামি রেস্তোরাঁ কিংবা ক্লাবে গিয়ে আনন্দ-উচ্ছ্বাসে কাটাবেন। আবার অনেকে শহরের এই কোলাহল থেকে কিছুটা দূরে একদম শান্ত নিরিবিলি জায়গায় কাটাতে চাইবেন এই স্পেশাল দিনটি।
আপনিও যদি দ্বিতীয় ধরনের মানুষদের মধ্যে পড়েন তাহলে শহর কলকাতা থেকে বেশি দূরে কোথাও যেতে হবে না। তিলোত্তমার অদূরেই বেশ কয়েকটি রিসর্ট (Resort) বর্তমানে আপনার সেই ইচ্ছে পূরণ করতে পারে। তার জন্য হাতে কয়েক ঘণ্টা সময় থাকলেই যথেষ্ট। কাটাতে পারবেন আপনার মন মতো একটা ভ্যালেন্টাইন্স ডে। চলুন জেনে নেওয়া যাক সেই ঠিকানা গুলি।
* ওবেরয় গ্র্যান্ড (Oberoi Grand): এই রিসর্টটি শহর কলকাতার একেবারেই কাছে। তাই সারাদিনের প্ল্যান থাকলে সঙ্গীকে সঙ্গে নিয়ে অবশ্যই পৌঁছে যেতে পারবেন এখানে। যেমন নিভৃতে সময় কাটানোর সুযোগ থাকছে ঠিক তেমনি ইচ্ছে করলে সঙ্গীর সঙ্গে জলকেলিতেও মাততে পারেন। গেস্টদের জন্য রয়েছে সুন্দর সুইমিংপুলের ব্যবস্থা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে থাকবে কিছু বিশেষ ব্যবস্থাপনাও।
* বৈদিক ভিলেজ স্পা রিসর্ট (Vedic Village spa Resort): কলকাতার কাছাকাছি বৈদিক ভিলেজ বেশ কয়েক বছর ধরে ছুটি কাটানোর একটা দারুন জায়গা হয়ে গিয়েছে। অল্প দিনের ছুটি আর হাতে কম সময় থাকলে সপরিবারেও এখানে চলে আসা যায়। সে ক্ষেত্রে Valentines Day উপলক্ষ্যে নিজের ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে একটা দিন বেশ আনন্দেই কেটে যাবে বৈদিক ভিলেজে। এই রিসর্টটি ঘিরে রয়েছে সবুজ গাছপালা। এক কথায় মন ভালো করার মতো একটা পরিবেশ।
* তাজ সিটি সেন্টার (Taj City Center): অল্প কয়েকদিনের মধ্যেই নিউটাউনের এই রিসর্টটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথমত শহরের কাছাকাছি হওয়ার কারণে খুব বেশি সময় লাগে না যাতায়াতে। দ্বিতীয়ত, এই রিসর্টে নিজের সঙ্গীর সাথে কিছুটা সময় নিজেদের মতো করে কাটানোর ব্যবস্থাপনা থাকবে। কাজেই valentines day তে সময় যাপনের জন্য বেছে নিতে পারেন তাজ সিটি সেন্টার।
* বাওয়ালি রাজবাড়ি (Bawali Rajbari): আপনি এবং আপনার সঙ্গী যদি দুজনেই ঐতিহ্য এবং সংস্কৃতিতে মোড়া কোন জায়গায় ঘুরতে ভালোবাসেন তাহলে বাওয়ালি রাজবাড়ি একেবারে আদর্শ হতে চলেছে ভ্যালেন্টাইনস ডে’র জন্য। রাজবাড়িটির বয়স প্রায় আড়াইশো বছর। কিন্তু এখন এটি পর্যটকদের জন্যই বেঁচে রয়েছে। সেখানে রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও ব্যবস্থা রয়েছে দুপুরের খাবার সহ চা কফি সব কিছুরই। আপনি চাইলে শুধুমাত্র সারাদিনের জন্যও বুকিং করতে পারেন।
* তাজ বেঙ্গল (Taj Bengal): সৌখিন এবং আলিশান রিসর্ট হিসেবে যদি কিছু উদাহরণ দিতে হয় তাহলে আদর্শ হবে তাজ বেঙ্গলের নাম। আগামীকাল শহর জুড়ে যেখানে শুধুই যুগলদের প্রেম যাপনের ভিড় সেখানে শহর থেকে কিছুটা দূরে বেরিয়ে আসলেই স্পা সুইমিংপুলে ঘেরা একটা চমকদার আস্তানা। যেখানে সঙ্গীর সাথে সময় কাটানোর পাশাপাশি নিজের একটু যত্ন নিতে পারবেন আপনি। তাই সময় বেশি নষ্ট না করে চট জলদি সেরে ফেলুন বুকিং।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম