৷৷ প্রথম কলকাতা ৷৷
Russia-Ukraine War: ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার ইউক্রেনের বড় লাভ করে দিলেন৷ আকাশের চাঁদ যেন হাতে পেয়ে গেলেন ভ্লাদিমীর জেলেনস্কি৷ ডিসেম্বরের শেষে ক্রিমিয়া দখল হবে চূড়ান্ত আত্মবিশ্বাসী কিয়েভ৷ রাশিয়াও ঝুলি থেকে বের করতে পারে এক নতুন যুদ্ধ দানবকে৷ ইউক্রেন যতটা পেয়ে গেল হয়ত ততটা এমূহুর্তে কল্পনাই করতে পারেনি৷ রাশিয়ার ক্রমাগত হুমকির মুখে দাঁড়িয়ে জেলেনস্কির মুখে চওড়া হাসি৷ পুতিনের ডানহাত কমান্ডার সের্গেই সুরভিকিন বের করলেন ইউক্রেনের মাটি কাঁপিয়ে দেওয়ার মতো নতুন অস্ত্র৷
এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক কিয়েভ গেলেন বড়সড় উপহার নিয়ে৷ আন্তর্জাতিক কূটনৈতিক মহল বলছে ঋষি সুনক প্রধানমন্ত্রী হওয়ার আর কোন দেশের কি লাভ হল তা এখনও খুব বেশি না বোঝা গেলেও এটা বোঝা যাচ্ছে ইউক্রেন বাজিমাত করে দিল৷ তাহলে এক্ষেত্রে রাশিয়ার কি আর একটু সাবধান হওয়া উচিত ছিল? মস্কোর সমস্ত হিসেব, সমস্ত কৌশল কি গুলিয়ে যাচ্ছে এবার? ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির গ্যাভরিলভের স্পষ্ট দাবি করছেন, খেরসনের পর এবার এবছরের শেষে তারা সরাসরি দখল করবে ক্রিমিয়া৷ এদিকে পুতিন বলে দিয়েছেন বছর শেষের আগেই হবে ধামাকা৷
আন্তর্জাতিক প্রতিরক্ষা মহল বলছে, এবার হয়ত চলে এসেছে সেই সময়টা৷ রাশিয়ার মনস্টার মিশাইল ‘আরএস-২৮ সারমাত’ সোজা ধেয়ে আসতে পারে ইউক্রেনের ওপর৷ এক্ষেত্রে বলে রাখা ভালো এই ক্ষেপনাস্ত্রকে ‘শয়তান-২’ ও বলা হয়৷ ১১ থেকে ১৮ হাজার কিলোমিটার দূরত্বে যে কোনও জায়গায় আঘাত হানতে সক্ষম ‘আরএস-২৮ সারমাত’৷ যা ইউরোপীয় শক্তিশালী দেশগুলো তো বটেই এবং আমেরিকার অস্ত্রের সঙ্গেও রীতিমতো পাল্লা দিতে সক্ষম। তাহলে ঋষি সুনক যা ইউক্রেনকে দিল তাতে কি কিয়েভের আদতে লাভ হল? না লোকসান? ডাউনিং স্ট্রিট সূত্রে খবর, ব্রিটেনের রাষ্ট্রনেতা ঘোষণা করেছেন ইউক্রেনকে ৬ কোটি ডলারের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ দেওয়া হবে, এর মধ্যেই রয়েছে ১২০টি এয়ারক্রাফ্ট বন্দুক, রাডার, ড্রোন নিরোধক যন্ত্র প্রভৃতি। কিন্তু সেটা কি রাশিয়ার শক্তিতে প্রতিহত করতে পারবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক নিজে স্বয়ং পা রেখেছেন কিয়েভের মাটিতে৷ জেলেনস্কির হাত শক্ত করতে তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন সেখানে৷ সুনককে পেয়ে জেলেনস্কি পুতিনের বিরুদ্ধে চোয়াল শক্ত করছেন৷ জেলেনস্কি বলেছেন, ‘তোমার মত বন্ধু থাকলে জয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। আমি নিশ্চিত জয় খুব বেশি দূরে নয়’। ইউক্রেন বলছে তাদের ধারণা বসন্তের শেষের দিকে এ যুদ্ধ শেষ হয়ে যাবে৷ ব্রিটেনকে এতটা পাশে পেয়ে কিয়েভ নতুন করে উজ্জীবিত৷ সত্যি কি যুদ্ধে হেরে যাবে রাশিয়া? মাথা ঝোকাতে হবে পুতিনকে? উত্তরের অপেক্ষায় বিশ্ব৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম