।। প্রথম কলকাতা ।।
গত ১১ ফেব্রুয়ারি শনিবার ফাইনালে সৌদি আরবের আল হিলালকে ৫-৩ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপ ঘরে তুললো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই নিয়ে রেকর্ড পঞ্চমবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল লস ব্লাঙ্কসরা। তিনবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এটি ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের ১০০তম শিরোপা।
HALA MADRID Y NADA MÁS! pic.twitter.com/roV4SDdMLT
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) February 11, 2023
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলত্তি তিনবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে স্পর্শ করলেন পেপ গুয়ার্দিওলার রেকর্ড। রিয়ালের হয়ে উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে এবং ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেন এবং একটি গোল করেন করিম বেনজেমা। আল হিলালের হয়ে জোড়া গোল করেন লুসিয়ানো ভিয়েতো, অন্যটি আসে মুসা মারেগার পা থেকে।
২০১৪ সালে প্রথম শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এরপর ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করেন স্প্যানিশ জায়ান্টরা। এবং ক্লাব বিশ্বকাপে বার্সেলোনার তিন ট্রফির কীর্তি ছাড়িয়ে যায়।মাদ্রিদ ১৯৬০, ১৯৯৮ এবং ২০০২ সালে তিনটি আন্তঃমহাদেশীয় কাপ জিতেছিল। যা ২০০৫ সালে ক্লাব বিশ্বকাপের সাথে একীভূত হয়েছিল। মাদ্রিদ কোচ অনসেলত্তি বলেন, “আমরা খুব খুশি, অষ্টমবারের মতো মাদ্রিদ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের যা করতে হয়েছিল তা করেছি।”